খেলা

শতভাগ চান ডমিঙ্গো

স্পোর্টস রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৫০ পূর্বাহ্ন

ধীরে ধীরে বাংলাদেশ দলের দায়িত্ব বুঝে নিতে শুরু করেছেন কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশে তার শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের মধ্য দিয়ে। তবে টি- টোয়েন্টিতে এখন তার দলের সামনে শিরোপার হাতছানি। গতকাল সংবাদ সম্মেলনে এসে ডমিঙ্গো জানিয়েছেন দলের কাছে তার চাওয়া-পাওয়ার কথা। তার সেই কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-

পারফরম্যান্স নিয়ে বিস্মিত নই
আমরা জানি আফগানিস্তান দারুণ একটি দল। কিন্তু আমরা এও জানি নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে যেকোনো দলকে হারাতে পারি। আমরা যদি যোগ্যতা অনুসারে খেলতে পারতাম তাহলে বিস্মিত হওয়ার মত কিছুই ছিল না।

শতভাগ দিলেই সম্ভব
সবাই শতভাগ না দিলেও, নিজ নিজ জায়গা থেকে ৬০-৭০ ভাগ দিলেই ফাইনাল ম্যাচটি জেতা সম্ভব। অবশ্যই আমাদের ভালো খেলতে হবে, সেরাটা খেলতে হবে। আমরা ৬০-৭০ ভাগ খেললেই জিতে যাবো এমনটা ভাবার কারণ নেই। তবে আফগানিস্তানকে যদি তাদের ৬০-৭০ ভাগের মধ্যে আটকে রাখতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।

কিংপিংয়ে মুশফিকেই ভরসা

আমার ধারণা মুশফিকই জানে (কিপিং করবেন কি না)। ফিল্ডিংয়ে লিটন দাস দলকে যা দেয়, সেটা আমার খুব পছন্দ। সে মুশফিকের চেয়ে ভালো ফিল্ডার। আমার মতে মাঠে যত বেশি ভালো ফিল্ডার থাকে দলের জন্য ততো ভালো। সংক্ষিপ্ত সংস্করণে শান্ত-আফিফ যে ৫/৬ রান বাঁচায় সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা কারণ। সে (লিটন) খুব ভালো ফিল্ডার। মুশফিককে নিয়ে খুশি। আগের ম্যাচে হয়তো একটা বা দুটো বল মিস করছে। কিন্তু স্টাম্পের পেছনে ও প্রাণচাঞ্চল্য এনে দেয়। সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। স্টাম্পের পেছনে থাকলে সবকিছু ভালো দেখে সে, অধিনায়ককে পরামর্শ দিতে পারে। ফলে ও থাকলে দলের অনেক উপকার হয়।

চিন্তার জায়গা
প্রায়ই দেখা যাচ্ছে পাওয়ার প্লে’র ৬ ওভারে আমরা একাধিক উইকেট হারিয়ে ফেলছি। এরপর ১০ ওভারের মধ্যে আরও পিছিয়ে পড়ি। তাই আমাদের এ জিনিসটা নিয়ে কাজ করতে হবে। প্রথম ১০ ওভারের মধ্যে যত সম্ভব কম উইকেট হারিয়ে, পরে রান বাড়ানোর দিকে নজর দিতে হবে।

ফাইনালে চিন্তায় নেই বিপ্লব
যদিও ইনজুরি তার স্পিনিং হ্যান্ড মানে ডান হাতে নয়, তারপরও বাঁ হাতে দু-তিনটি সেলাই আছে তার। একজন কোচ হিসেবে আমি এমন একজন খেলোয়াড়কে খেলানোর পক্ষে নই।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status