বাংলারজমিন

‘নদী দখলদারদের কোনো ছাড় দেবে না সরকার’

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৫০ পূর্বাহ্ন

নদী দখলদারদের কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন এলাকায় রাবার ড্যাম নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা তুলে ধরেন। নদী দখলের বিষয়ে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালতের একটা রায় আছে নদীর পাড় যাতে দখল না হয়। সেই রায়ের আলোকে নদী দখল রোধে সবসময়ই চেষ্টা করা হচ্ছে। আর এই প্রচেষ্টাকে সফল করতে সরকারের পাশাপাশি নদী তীরবর্তী সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মীসহ সবাইকে নদী দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হয়ার আহ্বান জানান তিনি। পানিসম্পদ মন্ত্রনালয়ের এই প্রতিমন্ত্রী আরো জানান, দ্রুততম সময়ের মধ্যে রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ জেলার কৃষিতে ভুমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওদুদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ জামান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status