বাংলারজমিন

নবীনগরে সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৫০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়ন পরিষদের সচিব কাজী তাজউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে সরকারের বিনামূল্যে কৃষকদের মাঝে খাদ্য-শস্য ও বীজ সংরক্ষণের জন্য উন্নতমানের ড্রাম বিতরণ প্রকল্পের ড্রাম বিক্রিসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ওই ইউনিয়নের কনিকাড়া গ্রামের মো. কবির হোসেন লিখিত অভিযোগ করেন। সূত্র জানায়, সরকার কৃষকদের মাঝে খাদ্য শস্য ও বীজ সংরক্ষণের জন্য বিনামূল্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উন্নতমানের ড্রাম বিতরণ কার্যক্রম শুরু করে। সচিব তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দেয়া তালিকা অনুযায়ী না দিয়ে রাতের আধারে এক একটি ড্রাম ৫শ’ টাকা করে বিক্রি করেন। বিক্রীত ড্রামসহ শিবপুর ইউনিয়নের কনিকাড় গ্রামের আবদুল আউয়াল নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে জিজ্ঞাসা করলে সে ওই ড্রাম সচিবের কাছ থেকে কিনে এনেছে বলে জানায়। এ ছাড়াও তার বিরুদ্ধে ওই ইউনিয়নের সেবা প্রত্যাশীদের কাছ থেকে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সনদ বিতরণ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে তার বিরুদ্ধে ইউনিয়ন করের টাকা নামমাত্র সরকারি কোষাগারে জমা দিয়ে বিপুল টাকা আত্মসাৎ করে বিত্ত বৈভবের মালিক হয়েছেন বলে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত শীবপুর ইউনিয়ন পরিষদ সচিব কাজী তাজউদ্দিন আহম্মেদ তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন দাবি করে বলেন, এলাকার একটি চক্র আমার কাছ থেকে অবৈধ সুবিধা নিতে না পারায় এ ধরনের অভিযোগ এনেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, অভিযোগ পেয়েছি, অভিযোগটি জেলার স্থানীয় সরকার বিভাগীয় সেলে পাঠিয়ে দেয়া হবে, কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status