বিশ্বজমিন

বিতর্কিত বিলের বিরুদ্ধে ইন্দোনেশিয়াজুড়ে ছাত্র আন্দোলন

মানবজমিন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:১০ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় প্রস্তাবিত এক বিতর্কিত বিলের বিরুদ্ধে সমগ্র ইন্দোনেশিয়াজুড়ে রাস্তায় নেমে এসেছে দেশটির শিক্ষার্থীরা। নতুন ওই আইন অনুযায়ী দেশটিতে বিবাহবহির্ভূত যেকোনো শারীরিক সমপর্ক ও সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। বিলটি নিয়ে দেশটির জনগণ এখন দু’ভাগে বিভক্ত হয়ে গেছে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন আইনপ্রণেতারা। ইতিমধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে নতুন এ সংকট সমাধানে বৈঠক করেছেন তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, সোমবার বিতর্কিত ওই আইন বাতিলের দাবিতে ইন্দোনেশিয়ায় হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করে। এ নিয়ে দেশটিতে একটি গণভোট আয়োজনের কথা রয়েছে। গত শুক্রবার প্রেসিডেন্ট উইডোডো ওই গণভোটের সময় পিছিয়ে নেয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে জানিয়েছেন যে, ওই বিলটি নিয়ে আরো পর্যালোচনার দরকার রয়েছে।
তবে রক্ষণশীল ওই বিলের বিরুদ্ধে নিজেদের অবস্থান সপষ্ট করেছে ইন্দোনেশিয়ার ছাত্রসমাজ। সোমবার রাজধানী জাকার্তার রাস্তাগুলো দখল করে নেয় তাদের মিছিল। এ সময় বেশ কয়েকজনকে দেখা যায় দেশটির পার্লামেন্টের গেট বেয়ে উঠে সেখানে ব্যানার লাগিয়ে দিতে। রাজধানী ছাড়াও জাভা, ইয়োগিকার্তা, মাকাসার, সুলাওয়েশিসহ ইন্দোনেশিয়ার প্রধান শহরগুলোতেও বিক্ষুব্ধ ছাত্ররা মিছিল-সমাবেশ করে।
এদিনই প্রেসিডেন্টের বাসভবনে দেখা করেছেন আইনপ্রণেতারা। আলোচনা শেষে প্রেসিডেন্ট উইডোডো সাংবাদিকদের বলেন, মানুষের সত্যিকারের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে বিলটি বাস্তবায়নের সময় পিছিয়ে দেয়া হয়েছে। এদিকে সমালোচকরা বলছেন, ওই বিল বাস্তবায়িত হলে ইন্দোনেশিয়ায় মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত হবে। একইসঙ্গে ওই বিলকে দেশটিতে থাকা ধর্মীয় সংখ্যালঘু, নারী ও সমকামীদের জন্য বৈষম্যমূলক হিসেবে আখ্যায়িত করেছেন তারা।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status