বিনোদন

নাম ভূমিকায় নাবিলা

স্টাফ রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৫১ পূর্বাহ্ন

শিল্পী সরকার অপু অভিনয়ের পাশাপাশি মাঝে-মধ্যে নাটক রচনাও করেন। সে ধারাবাহিকতায় আগামী দুর্গাপূজার জন্য তিনি ‘পার্বতী’ নামের একটি একক নাটক রচনা করেছেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার এই সময়ের ব্যস্ত অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ। নাটকে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপু। নাবিলা বলেন, ‘পার্বতী’ নাটকটির গল্প মূলত পার্বতীর জীবন সংগ্রামের গল্প। যেহেতু আমিই পার্বতীর ভূমিকায় অভিনয় করেছি তাই আমাকে শতভাগ মনোযোগী থেকেই কাজটি করতে হয়েছে। ধন্যবাদ শিল্পী দিদিকে এতো চমৎকার একটি গল্প রচনার জন্য। এই ধরনের গল্পেই কাজ করতে আমার দারুণ ভালো লাগে। কারণ এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করা যায়। আমি খুবই আশাবাদী কাজটি নিয়ে। শিল্পী সরকার অপু বলেন, ‘পার্বতী’ চরিত্রে নাবিলাকে বেশ মিষ্টি লেগেছে। আমি যে ভাবনা নিয়ে ‘পার্বতী’ নাটকটি রচনা করেছি নাবিলা আমার সামনে সেই ‘পার্বতী’ রূপেই নিজেকে তুলে ধরেছে। আমি নাট্যকার হিসেবে তার অভিনয়ে মুগ্ধ। তার জন্য আমার আশীর্বাদ রইলো, সে যেন ভবিষ্যতে অনেক বড় মাপের একজন অভিনেত্রী হতে পারে। নাবিলা জানান, আগামী দুর্গাপূজায় নাটকটি একুশে টিভিতে প্রচার হবে। এদিকে নাবিলা অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’ মাছরাঙ্গা টিভিতে এবং আদিবাসী মিজান পরিচালিত ‘আম্মানী’ নাগরিক টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। এ ছাড়াও আগামী মাসে আরো দুটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন এ অভিনেত্রী। একসময় উপস্থাপনায় খুব ব্যস্ত সময় কাটাতেন নাবিলা। তবে এ সময়ে তিনি অভিনয়েই বেশি ব্যস্ত। বর্তমানে শুধুমাত্র মাছরাঙ্গা টিভির ‘রূপকথা’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এদিকে এরইমধ্যে নাবিলা ইমরাউল রাফাত, অঞ্জন আইচের নির্দেশনায় দুটি একক নাটকের কাজ শেষ করেছেন। দুটি নাটকেই তার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status