দেশ বিদেশ

রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপিকে পাশে চান কাদের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৯:২৮ পূর্বাহ্ন

রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপিকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সমপাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশৃঙ্খলার উস্কানি না দিয়ে, রাজনৈতিক ইস্যু হিসেবে রোহিঙ্গা সংকটকে বেছে না নিয়ে দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করুন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে রাজনৈতিক ইস্যু হিসেবে বিবেচনা করবে না এটাই আমাদের প্রত্যাশা। রোববার কক্সবাজার সড়ক ভবন উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব মিয়ানমারের নাগরিকরা তাদের দেশে ফিরে যাক। সে ব্যাপারে সরকার উদ্যোগের কোন ঘাটতি রাখছে না। আমরা শুধু অপজিশনকে বলব, বিশৃঙ্খলা আর উস্কানি দেবেন না। এই দেশটা আমাদের সকলের। সড়ক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সমপাদক ও পানি সমপদ উপমন্ত্রী এনামুল হক শামীম, উপ-দপ্তর সমপাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেকউল্লাহ রফিক এবং জাফর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা এবং সাধারণ সমপাদক ও পৌর মেয়র মুজিবুর রহামান সহ অন্যান্যরা।
এর আগে মন্ত্রী জরুরি সহায়তা প্রকল্পের আওতায় কক্সবাজার সদর খুরুশকুল চৌফলদন্ডী-ঈদগাঁহ, লিংক রোড-লাবণী সড়ক চার লেনে উন্নীতকরণসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়ক, চকরিয়ার ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার, মহেশখালীর গোরকঘাটা-জনতাবাজার, কুতুবদিয়া-আজম, পেকুয়া মগনামা ঘাটসহ জেলার বিভিন্ন সড়কে উন্নয়ন কাজের উদ্বোধন করেন।





 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status