বিনোদন

প্রযোজনায় আসছে টিএম ফিল্মস, এক মঞ্চে ঢাকাই ছবির তারকারা

স্টাফ রিপোর্টার

২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ১১:৩৫ পূর্বাহ্ন

গতকালের সন্ধ্যাটা ছিল ভিন্ন রকম। আকাশ থেকে যেন নেমে এসেছে একঝাঁক তারকা। সিনেমার সুদিন আসবে, আর সেটা শিগগিরই আসবে-এমন প্রত্যাশা নিয়েই একমঞ্চে দাঁড়ালেন ঢাকাই ছবির জনপ্রিয় সব তারকা। ঢাকাই ছবিতে এই দৃশ্য বিরল! বিশ্ব শান্তি দিবসে টিএম ফিল্মসের আয়োজনে গতকাল সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বল রুমে হয়ে গেল এক জমকালো অনুষ্ঠান। টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। তাদের ডাকে একমঞ্চে উপস্থিত হন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম ও তাসকিনের মতো তারকারা। একই মঞ্চে নায়িকাদের মধ্যে হাজির ছিলেন জাকিয়া বারী মম, বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা। আরো উপস্থিত ছিলেন হৃদয় খান, সুইটি, শাহতাজসহ আরও অনেকে। বাংলাদেশের এসব তারকাদের মধ্যে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে ছিলেন বলিউডের ‘রকস্টার’খ্যাত ছবির নায়িকা নার্গিস ফাখরি। মূলত ‘মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংগীতায়োজন করছে কৌশিক-মুন্নির ‘গান বাংলা’ চ্যানেলটি।


প্রতিষ্ঠানটি গতকাল রাতে জমকালো আয়োজনের মাধ্যমে দেশের বেশিরভাগ তারকাদের এক মঞ্চে হাজির করেন। ‘উইন্ড অব চেঞ্জ’ দিয়ে বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন কৌশিক হোসেন তাপস। এবার তিনি সিনেমা প্রযোজনায় নামছেন। মূলত তার ডাকেই হাজির হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় তারকারা। তারকাদের মধ্যেই প্রত্যেকেই মঞ্চে দাঁড়িয়ে টিএম ফিল্মসের এই প্রযোজনায় আসাকে সাদরে গ্রহণ করে অভিনন্দন জানান। অনুষ্ঠানে কৌশিক হোসেন তাপস বলেন, আগামী বছর থেকে মঞ্চে উপস্থিত প্রতিটি তারকাই টিএম ফিল্মসের নির্মিত ছবিতে কাজ করবেন। অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতিয়েছে তাপস অ্যান্ড ফ্রেন্ডস, বলিউডের প্লেব্যাক শিল্পী অদিতি সিং শর্মা ও কৈলাস খের। শুভেচ্ছা বক্তব্য রাখেন বলিউড তারকা নার্গিস ফাখরি। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিস কলকাতা, ভারতীয় মডেল ও অভিনেত্রী শিনা চৌহান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status