দেশ বিদেশ

দুই মাসের মধ্যে সবচেয়ে কম ডেঙ্গু রোগী

স্টাফ রিপোর্টার

২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৯:০৬ পূর্বাহ্ন

দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার ঠিক দুই মাস পর রোগীর সংখ্যা সবচেয়ে নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন। এর মধ্যে ঢাকায় ১৩৫ জন এবং ঢাকার বাইরে ২৭৩ জন। দুই মাস আগে (২১শে জুলাই) ডেঙ্গু রোগীর সংখ্যা চারশ ছাড়িয়েছিল। সেদিন ৪২১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগের দিন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩৮০ জন। এরপর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়েছে। একদিনে সবচেয়ে বেশি দুই হাজার ৪২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ৭ই আগস্ট। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর রেকর্ড এটি। পুরো আগস্ট জুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হাজারের ওপরে ছিল। ৩০শে আগস্ট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৬০ জনে নেমে আসে। এরপর থেকে ধারাবাহিকভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমছে। কিন্তু ডেঙ্গুতে মৃত্যু প্রতিদিনই হচ্ছে। গতকালও দু’জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এর মধ্যে কুষ্টিয়ায় কলেজ ছাত্র তারেক আহমেদ এবং বরিশালে পারভীন বেগম (৩৬) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ডেঙ্গু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যেহেতু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চারশ-পাঁচশর মধ্যে ওঠানামা করছে, সেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। ঢাকায় পরিস্থিতি ভালো। তবে ঢাকার বাইরে বিশেষ করে খুলনা এলাকায় এখনও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি। এ কারণে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে না। তবে সেখানকার পরিস্থিতিও আগের চেয়ে ভালো। যশোর জেলায় একদিনে দেড়শ পর্যন্ত উঠেছিল। কিন্তু সেখানে ৪২ জন ভর্তি হয়েছে। আশা করছি সেখানেও কমে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারাদেশে ৮৪ হাজার ৩৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৯৪২ জন। অর্থাৎ ৯৭ শতাংশ রোগী সুস্থ হয়ে বাসায় গেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার ২৫২ জন রোগী। চিকিৎসাধীন এবং নতুন ভর্তি রোগী দুটোই ঢাকার বাইরে বেশি। বর্তমানে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৯১৭ জন। ঢাকার বাইরে চিকিৎসাধীন এক হাজার ৩৩৫ জন।
রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে গতকাল ঢাকা মেডিকেল হাসপাতালে ৩৫ জন, মিটফোর্ডে ১৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ২ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৫ জন, বিএসএমএমইউতে ২ জন, পুলিশ হাসপাতালে ৪ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল ১৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ৯৯ জন ভর্তি হন। বেসরকারি অন্যান্য হাসপাতাল-ক্লিনিকে ৩৬ জনসহ ঢাকা শহরে সর্বমোট ১৩৫ জন এবং ঢাকার বাইরের বিভাগীয় হাসপাতালে ২৭৩ জন নতুন রোগী ভর্তি হন। ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, খুলনায় ১০০ জন, রংপুরে ৮ জন, রাজশাহীতে ১৭ জন, বরিশালে ৫১ জন, সিলেটে ২ জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০৩টি মৃত্যুর তথ্য তাদের কাছে এসেছে।  এর মধ্যে ১১৬টি মৃত্যুর তথ্য পর্যালোচনা করে ৬৮টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে  রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status