দেশ বিদেশ

সারা দেশে দুর্ঘটনায় প্রাণ গেল ১২ জনের

বাংলারজমিন ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। গতকাল দেশের বিভিন্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জে ৪, কটিয়াদীতে ১, মোংলায় ১, পাকুন্দিয়ায় ১, নাটোরে ১, সোনারগাঁয়ে ১, পলাশবাড়ীতে ১, সৈয়দপুরে ১ ও জগন্নাথপুরে ১ জন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ নামে পুলিশের এক এসআইসহ ৪ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, কুড়িগ্রামের করিমের খামার গ্রামের হাভেজ মো. আশরাফ আলীর ছেলে আব্দুর রশিদ (৪৫)। তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার পুলিশ নং (৩৬৫) গোপালগঞ্জ। অন্য ৩ জন হলেন, রাসেল (২২) বিজন (২৩) ও কমল (২৫)। নিহত সকলের বাড়ি যথাক্রমে পিরোজপুর জেলার নাজিরপুরে। গুরুতর আহতদের গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানিয়েছে, রাতে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহন নামে যাত্রীবাহী একটি নৈশকোচ গোপালগঞ্জে সোনাশুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে রড়ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও খুলনা মেডিকেলে নেওয়ার পথে পুলিশের এসআই হাভেজ আব্দুর রশিদ মারা যায়।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাসেল (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মোটরসাইকেলে আরোহী তার স্ত্রী স্কুলশিক্ষিকা সুরভী আক্তার গুরতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলাধীন বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডের উত্তর পাশে মোবাইল টাওয়ার সংলগ্ন রাস্তায়। রাসেল কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার মো. আবদুল গফুরের পুত্র। পেশায় তিনি একজন দলিল লেখক ছিলেন।

জানা যায়, হাবিবুর রহমান রাসেলের স্ত্রী সুরভী আক্তার কটিয়াদী উপজেলার ঘাগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সকালে কিশোরগঞ্জ জেলা সদরের বাসা থেকে মোটরসাইকেলযোগে তার স্ত্রীকে কর্মস্থলে নিয়ে আসার পথে  কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি স্ত্রীসহ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তার স্ত্রী সুরভী আক্তারকে মুমূর্ষু অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কটিয়াদী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক সমিতির সভাপতি মো. কুতুব উদ্দিন জানান, রাসেল তার দুই ছেলে মেয়ে হাফিজিয়া মাদাসায় পড়ালেখা করার জন্য কিশোরগঞ্জ শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যায়। যুবদল নেতা হাবিবুর রহমান রাসেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোংলায় সড়কের উপরের অবৈধ বালুর পাইপের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজু হাওলাদার (২৪)। সে মোংলা পোর্ট পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়াপাড়া এলাকার আজিজ হাওলাদারের ছেলে। নিহত রাজু মোংলা বন্দর জেটিতে মার্চেন্টের সর্দার হিসেবে কাজ করতেন। মোংলা থানার সাব ইন্সপেক্টর সুধাংশ কুমার মল্লিক বলেন, নিহত যুবক শুক্রবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে পৌরসভার মাদ্রাসা রোডের ওপর বসানো অবৈধ বালুর পাইপে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় কাভার্ডভ্যানের চাপায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার নিহত হয়েছেন।
গতকাল দুপুরে বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের সুপারভাইজার সেলিম বনপাড়া কাউন্টার থেকে কাজ সেরে কাগজপত্র নিয়ে গাড়িতে উঠছিলেন। এমন সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। নিহত সেলিম কুষ্টিয়া মিরপুর গরদোহা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। এদিকে পুলিশ ঘাতক কাভার্ডভ্যান ও তার চালক হেলপারকে আটক করেছে।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে ট্রাকের ধাক্কায় মিলন মিয়া (৩৫) নামের এক যুবক নিহত নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাটানোছা গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং সাদুল্লাপুর শহরের হার্ডওয়্যার ব্যবসায়ী তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন মিয়া তার দোকানের মালামাল ক্রয় করে পলাশবাড়ী থেকে মোটরসাইকেলযোগে সাদুল্লাপুরের দিকে রওনা হন। এ সময় পলাশবাড়ী শহরের রাইস মিল নামকস্থানে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক মিলনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মিলন মিয়া। পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণকুমার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের চাপায় মনির উদ্দিন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী মনির উদ্দিনের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডির বানিয়াপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকাররম এন্টারপ্রাইজ নামের ঐ বাসটি চৌমুহনী বাজার মসজিদের কাছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী বাবু হোসেন আহত হয়। বাসটি চাপা দেয়া মোটরসাইকেলটিকে প্রায় ৩০০ মিটার দূরে টেনে নেয়ার পর পথচারী মনিরকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় স্থানীয়রা বাসচালকের বিচারের দাবিতে সৈয়দপুর-পাবর্তীপুর সড়ক অবরোধ করে। পরে উপজেলা ও থানা প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে এয়ারপোর্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথপুরের সোয়েব মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসী জানান, গত শুক্রবার সকালের দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের সবর মিয়ার ছেলে সোয়েব আহমদ মোটরসাইকেলযোগে সঙ্গে আরো দুই বন্ধুকে নিয়ে ভোলাগঞ্জে বেড়াতে যান। বিকালের দিকে বাড়ি ফেরার পথে ভোলাগঞ্জের এয়ারপোর্ট সড়ক দিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই গুরুতর আহত হয়। এরমধ্যে সুয়েব মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতাল রাগিব রাবেয়া মেডিকেলের ভর্তি করা হলে রাত তিনটার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্থানীয় ইউপি সদস্য তেরাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।  

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজি চাপায় ফাতেমা নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের কোদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা উপজেলার কোদালিয়া গ্রামের কামাল মিয়ার শিশু কন্যা।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, সোনারগাঁয়ে অটোরিকশার ধাক্কায় নুর মোহাম্মদ নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের গংগাপুর শিবপুর এলাকায়। নিহত নুর মোহাম্মদ একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status