দেশ বিদেশ

রংপুর উপ-নির্বাচন

শিক্ষায় এগিয়ে রিটা সম্পদে সাদ

জাভেদ ইকবাল, রংপুর থেকে

২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

রংপুর-৩ সদর আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীর মাঝে ধন-সম্পদে এগিয়ে আছেন এরশাদের ছেলে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আল মাহি সাদ এরশাদ (লাঙ্গল)। অন্যদিকে শিক্ষাগত যোগ্যতায় বিএনপি’র প্রার্থী রিটা রহমান (ধানের শীষ)। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত হলফনামা সূত্রে জানা যায়, ঢাকার গুলশান-২ এর বাসিন্দা সাদ এরশাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক। পেশায় ব্যবসায়ী সাদ এরশাদের বাড়ি, এ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া থেকে তার আয় ৮ লাখ ৩৫ হাজার ১৫৬ টাকা, ব্যবসা হতে আয় ৫০ লাখ ২৮ হাজার ১৪০ টাকা। তার অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে নগদ টাকা রয়েছে ৬ কোটি ২৮ লাখ ৫২ হাজার ৪৩৯ টাকা, বৈদেশিক মুদ্রার পরিমাণ ২ কোটি ৬৫ লাখ ১২ হাজার ২৯১ টাকা, পোস্টাল, সেভিংস, সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমনতে বিনিয়োগ ও শেয়ার মানি ডিপোজিস্ট ৬০ লাখ টাকা, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদি রয়েছে ৫ হাজার টাকার। এছাড়া স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ৩৩ লাখ টাকা মূল্যের কৃষি জমি, ২৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের দালান, ৭ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বাড়ি-এ্যাপার্টমেন্ট রয়েছে। মায়ের নিকট থেকে ১ লাখ টাকা ও অগ্রীম ভাড়া বাবাদ ৬ লাখ টাকা ছাড়া তার কোন দায়-দেনা নেই। এদিকে এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটরগাড়ি) এইচএসসি পাস। নিউ আদর্শপাড়ার বাসিন্দা আসিফ পেশায় সাধারণ ব্যবসায়ী, প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী। তার কৃষিখাতে কোন আয় নেই। বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ভাড়া থেকে তিনি ৩৮ হাজার টাকা, ব্যবসা হতে ৭ লাখ ৭৫ হাজার টাকা, ব্যাংক আমানত হতে সুদ বাবদ ২ লাখ ৩০ হাজার ৭৯৮ টাকা বাৎসরিক আয় করেন। তার অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে রয়েছে নগদ টাকা ৩৪ লাখ টাকা, ব্যাংকে জমাকৃত টাকা ৩১ লাখ ২১ হাজার ২০৯ দশমিক ০৩ টাকা, জীপ গাড়ি বাবদ ৩৩ লাখ ৭১ হাজার ২৩৭ টাকা, ইলেক্ট্রনিক সামগ্রী ১ লাখ টাকা, আসবাবপত্র ১ লাখ টাকা, অন্যান্য সম্পদ ২০ হাজার টাকার রয়েছে। এছাড়া স্থাবর সম্পদের মধ্যে উত্তরাধিকার সূত্রে ২ দশমিক ১৮৭৫ কাটা অকৃষি জমি, ৬ লাখ ৭ হাজার ৪৬১ টাকা মূল্যের একটি দালান, ৮৭ হাজার ৫’শ টাকা মূল্যের একটি টিনসেড বাড়ি রয়েছে। আসিফের কোন দায় দেনা হলফনামায় উল্লেখ করা হয়নি। অন্যদিকে রংপুর নগরীর রাধাবল্লভের বাসিন্দা বিএনপি’র প্রার্থী রিটা রহমানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এম এ। তিনি পেশা হিসেবে সাংবাদিক বা লেখক হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন। তিনি কৃষিখাতে বাৎসরিক দেড় লাক্ষ টাকা ও পেশা থেকে আড়াই লাখ টাকা আয় করেন। রিটা রহমানের অস্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে নগদ ২ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা ২শ’ ডলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ৩ লাখ ৭৪ হাজার টাকা, পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ৮ লাখ টাকা, ইলেক্ট্রনিক সামগ্রী দেড় লক্ষ টাকা, আসবাবপত্র দুই লাখ টাকার। এছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের কৃষি জমি, ৭ হাজার ৫’শ টাকার অকৃষি জমি, দশমিক ০০৮৯ অযুত অংশ দালান, ১৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status