খেলা

আমিরাতের টি-টেন লীগে বাংলাদেশের দল

স্পোর্টস ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৮:৫২ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লীগের প্রথম আসরেই ব্যাট হাতে মাঠ মাতান তামিম ইকবাল। ২০১৭ সালে অভিষেক আসরে পাখতুন দলের হয়ে এক ম্যাচে ২৭ বলে হার না মানা ৫৬ রানের ইনিংস খেলেন দেশসেরা এ ওপেনার। ১০ ওভারের এই টুর্নামেন্টে গতবার দেখা যায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারকে। তবে এবার টি-টেন লীগে আসছে বাংলাদেশি মালিকানার একটি দল। আয়োজকরা প্রতিযোগিতায় যোগ করেছে নতুন দল ‘বাংলা টাইগার্স’। যেখানে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের মিলনমেলার প্রত্যাশা বাংলাদেশি মালিকানার দলটির।
৮ দলের এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আনন্দিত ‘বাংলা টাইগার্স’-এর অন্যতম মালিক ইয়াসিন চৌধুরী। তিনি বলেন, ‘টি-টেন ক্রিকেটের মতো জনপ্রিয় টুর্নামেন্টের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের আশা, এখানকার বাংলাদেশি কমিউনিটি খেলা দেখতে আসবে এবং দলকে সাহস জোগাবে।’ বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড়দের নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন ইয়াসিন, ‘আমরা আশা করছি, এবারের আসরে অন্তত পাঁচজন জাতীয় দলের খেলোয়াড়কে আনতে পারবো। আমরা নিজেদের সেরাটা দিয়ে এই প্রতিযোগিতায় লড়াই করতে চাই।’
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সাবেক সেক্রেটারি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীরও আছেন দলটির মালিকানায়। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে ৭ লাখ বাংলাদেশি আছেন, তাদের সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটি ক্রিকেট ভক্তকে যুক্ত করতে চাই, যাতে তারা আমাদের দলকে সমর্থন দেন।’ আগামী ১৪ই নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ২০১৯ টি-টেন লীগ। ১০ দিনের এই প্রতিযোগিতার ফাইনাল হবে ২৪শে নভেম্বর।



 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status