এক্সক্লুসিভ

৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড’ প্রদান

আজীবন সম্মাননায় ভূষিত শাইখ সিরাজ

স্টাফ রিপোর্টার

২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৮:২১ পূর্বাহ্ন

কৃষিক্ষেত্রে উন্নয়নে অবদানের জন্য শাইখ সিরাজকে দেয়া হয়েছে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ’১৯ আজীবন সম্মাননা। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে শাইখ সিরাজ তার সহধর্মিণী শাহানা সিরাজকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার এবং পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। এ অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে আরো সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ’১৯। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ’১৯ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান- সেরা কৃষক (পুরুষ) : চাঁপাই নবাবগঞ্জের মতিউর রহমান, সেরা কৃষক (নারী): ঢাকার সাভারের রাজিয়া সুলতানা, পরিবর্তনের নায়ক: চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সেরা কৃষি প্রতিষ্ঠান (কৃষি গবেষণা উদ্ভাবন ও প্রযুক্তি): বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সেরা কৃষি প্রতিষ্ঠান (কৃষি সহায়তা ও বাস্তবায়ন): গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, সেরা কৃষি রপ্তানিকারক লালতীর এবং জুরি স্পেশাল: প্রাণ এগ্রো লিমিটেড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status