অনলাইন

সঙ্গীত শিল্পী পারভেজ রবকে চাপা দেয়া বাসচালক-সহকারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ২:৫২ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় সঙ্গীত শিল্পী ও পরিচালক পারভেজ রবকে চাপা দেয়ার ঘটনায় ভিক্টর পরিবহন বাসচালক ও সহকারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর  গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- চালক মো. সুমন এবং সহকারি মো. আক্তার হোসেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।

তিনি বলেন, শুক্রবার রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইড় বাজার এলাকা থেকে সুমনকে ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার দিনারা এলাকা থেকে আক্তার  হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনকে তুরাগ থানায় দায়ের করা মামলা (মামলা নং ৮) গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমাণ্ড চাওয়া হবে।

গত ৫ই সেপ্টেম্বর সকাল ১১ টায় তুরাগ থানাধীন ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সামনে মেইন রোডের উত্তর পাশে সঙ্গীত শিল্পী ও পরিচালক পারভেজ রব সদর ঘাট যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিক্টর ক্লাসিক নামের বাসটিকে (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১২-০৯৬৩) থামার জন্য সংকেত দিলে গাড়ির চালক বাসটি না থামিয়ে বেপরোয়া ও দ্রুত গতিতে পারভেজ রবকে চাপা দেয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহতের স্ত্রী রুমানা বেগম বাদি হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। পারভেজ রব নিহতের দু’দিন পর ৭ই সেপ্টেম্বর তার ছেলে ইয়াসির আলভী ও  ছেলের বন্ধু মেহেদী হাসান ছোটনকে ভিক্টর ক্লাসিকের অপর একটি বাস উত্তরা ৯নং সেক্টর এলাকায় চাপা দেয়। এ ঘটনায় ইয়াসির আলভী রব গুরুত্বর আহত হন এবং মেহেদী হাসান ছোটন নিহত হন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আরেকটি মামলা দায়ের হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status