অনলাইন

কলাবাগান ক্লাবের সভাপতির বিরুদ্ধে দুই মামলা

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ১:০৮ পূর্বাহ্ন

রাজধানীর কলাবাগান ক্লাবের সভাপতি ও কৃষকলীগ নেতা সফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। আজ ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে এসব মামলা করে র‌্যাব। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরের দিকে ফিরোজের বিরুদ্ধে দু’টি আলাদা মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অস্ত্র রাখার দায়ে একটি, অপরটি মাদক রাখার দায়ে। মামলায় আটক তার অপর ৪ সহযোগিকেও আসামি করা হয়েছে। দুপুরে তাদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।

শুক্রবার রাতে অবৈধ অস্ত্র বহন ও ক্লাবে ইয়াবাসহ ক্যাসিনো  খেলার বিভিন্ন সরঞ্জামাদি পাওয়ায় কলাবাগান ক্রীড়া ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য সফিকুল আলম ফিরোজসহ তার চার সহযোগিকে আটক করে র‌্যাব। এরপর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।

একইদিন দুপুরে সফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-২ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর কলাবাগান ক্লাবে অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি অবৈধ পিস্তল ও কয়েকটি গুলি এবং হলুদ রংয়ের ইয়াবাসহ ক্যাসিনো খেলার সরঞ্জামাদি জব্দ করে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান শেষে র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন কয়েন, ৫৭২ প্যাকেট আমেরিকান গোল্ডেন কার্ড, বিদেশি একটি পিস্তল, তাজা গুলি ও হলুদ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ রকম ইয়াবা আগে কখনও দেখা যায়নি।

তিনি বলেন, আমরা ধারণা করছি, এখান থেকে ক্যাসিনোর মূল সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে। তবে ক্যাসিনো খেলার কয়েনসহ অনেক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status