খেলা

বের করে দেয়ার আগে ধোনির অবসর নেয়া উচিৎ: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৩:৫০ পূর্বাহ্ন

ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ৩৮ বছর বয়সী ধোনিকে এখন দলের বোঝা মনে করেন অনেকে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তার পারফরম্যান্সের সমালোচনা করেছিল ভারতীয়রাই। এরপর গুঞ্জন উঠে বিশ্বকাপের পরপরই অবসরে যাচ্ছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। কিন্তু ধোনি এখনো বিদায় বলেননি। আর ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার ধোনির অবসর নিয়ে বলেন, ‘আমি মনে করি তাকে (ধোনি) বের করে দেয়ার আগে তার চলে যাওয়া উচিৎ।’
ভারতের ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনিকে ছাড়াই সম্প্রতি ক্যারিবিয়ান সফর শেষ করে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেও রাখা হয়নি তাকে। ধোনির ইচ্ছা অস্ট্রেলিয়ায় অনুুষ্ঠেয় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরে যাবে। কিন্তু তার আশা কি পূরণ হবে? ধোনি যে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পাতেই নেই! গাভাস্কার জানিয়েছেন, ধোনির চেয়ে ঋষভ পান্ত-সঞ্জু স্যামসনের মতো তরুণদের প্রাধান্য দিচ্ছেন তারা। এমনকি বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজেও তাদের ভাবনায় নেই ধোনি। ‘আজ তক’ নামের এক ভারতীয় চ্যানেলকে ৭০ বছর বয়সী গাভাস্কার বলেন, ‘আমাকে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে হয়, তবে সামনে তাকানোর জন্য আমি তরুণদের নিয়ে ভাববো। ধোনি ভারতীয় ক্রিকেটে অসাধারণ অবদান রেখেছে কিন্তু এখন তার বাইরের দিকে তাকানো দরকার। মহেন্দ্র সিং ধোনিকে আমার দলে নেবো না। আপনি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলেন, আমি নিশ্চিতভাবে ঋষভ পান্তকে নিয়ে চিন্তা করবো। আমার যদি বিকল্প অপশন প্রয়োজন হয়, তাহলে আমি সঞ্জু স্যামসনকে নিয়ে চিন্তা করবো। সঞ্জু ভাল উইকেটরক্ষক এবং ভাল ব্যাটসম্যানও।’  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status