খেলা

উয়েফা ইউরোপা লীগ

ইউরোপায় শুভসূচনা ম্যানইউ-আর্সেনালের  

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৮:২২ পূর্বাহ্ন

উয়েফা ইউরোপা লীগে শুভসূচনা করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। গতকাল রাতে ‘এ’ গ্রুপে ম্যানইউ ১-০ গোলে হারায় কাজাখস্তানের ক্লাব আস্তানাকে। আর ‘এফ’ গ্রুপে জার্মানির ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আস্তানার বিপক্ষে ম্যানইউর জয়ের নায়ক ম্যাসন গ্রিনউড। ১৭ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড ৭৩তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন। আর এরই মধ্য দিয়ে ইউরোপা লীগে ম্যানইউর সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন গ্রিনডউ।

ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন মার্কাস রাশফোর্ড। এছাড়া ব্রাজিলিয়ান তারকা ফ্রেডের শট একবার বারে আঘাত হানে। এ কারণে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ম্যানইউকে।

অন্যদিকে ফ্রাঙ্কফুর্টের মাঠে ৩৮তম মিনিটে জো উইলকের গোলে লিড নেয় বর্তমান রানার্সআপ আর্সেনাল। ৭৯তম মিনিটে ডমিনিক করের লাল কার্ডে ১০ দশ জনের দলে পরিণত হয় ফ্রাঙ্কফুর্ট। এরপর ৮৫ ও ৮৭তম মিনিটে আরো দুই গোল দেয় আর্সেনাল। গোলদুটি করেন বাকায়ো সাকা ও গ্যাবনিজ তারকা পিয়ের-এমেরিক অবামেয়াং।

 

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status