অনলাইন

সরকারি চাল বাড়িতে, চেয়ারম্যান-ডিলার গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৩:২৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ বস্তা চালসহ ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়– এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম ও ১০ টাকা কেজির চাল বিক্রির ডিলার আবদুল্লাহ আল মামুন জজ।

সদর থানার ওসি জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেয়া ১০ টাকা কেজির চাল বিক্রি না করে চেয়ারম্যানের বাড়িতে মজুদ করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে ৫৬০ বস্তা চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করা হয় এবং চেয়ারম্যান তরিকুল ইসলাম ও ডিলার আবদুল্লাহ আল মামুন জজকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। দুপুরে  গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status