বাংলারজমিন

সিলেট চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের গণসংযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৭:১৯ পূর্বাহ্ন

 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯-২১ উপলক্ষে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। গতকাল দুপুরে নগরীর মহাজনপট্টি, কালিঘাট ও বন্দর বাজার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত প্রার্থী ও কর্মী-সমর্থকরা। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সাবেক সিনিয়র সহসভাপতি শাহ আলম, সাবেক সহসভাপতি হাজী দেলোয়ার হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হিজকিল গুলজার, সাবেক সহসভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার বিজিত চৌধুরী, সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলু, পোল্ট্রি এসোসিয়েটের সভাপতি ফয়েজ রেজা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মাহি উদ্দিন আহমদ সেলিম, কয়লা আমদানিকারক গ্রুপের পাপলু দাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাফিজ খান হেলাল, আবুল সালেহ ইয়াহিয়া, এবাদুর রহমান চৌধুরী, কয়লা ব্যবসায়ী তপন চক্রবর্তী, রাজু চক্রবর্তী, ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, সুশেন দাস, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, আব্দুল হাফিজ হেলাল, কয়লা ব্যবসায়ী প্রদীপ কুমার রায়, ভবেশ রায়, জুয়েল আহমদ খান, এনামুল হক রুবেল, সৈয়দ আহমদ, নুর আহমদ, সায়েম আহমদ, মো. ইউনুস আলী, বদর উদ্দিন, সাইদুল আল সোহান, সৈয়দ জাহিদ উদ্দিন, সৈয়দ মনজুর হোসেন হৃদয়, রাকিবুর রহমান চৌধুরী, শাহ আলম, মনজুর আহমদ, নেহার রঞ্জন দাস প্রমুখ। এ সময় তিনটি ক্যাটাগরিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এর মধ্যে পরিচালক পদে অর্ডিনারি ক্যাটাগরিতে আছেন- ব্যালট নং-১৩ আবু তাহের মোহাম্মদ শোয়েব, ব্যালট নং-১৪ মো. মামুন কিবরিয়া সুমন, ব্যালট নং-১৫ এনামুল কুদ্দুস চৌধুরী, ব্যালট নং-১৬ মুকির হোসেন চৌধুরী, ব্যালট নং-১৭ হুমায়ূন আহমদ, ব্যালট নং-১৮ মো. ফারুক আহমদ, ব্যালট নং-১৯ মো. নজরুল ইসলাম, ব্যালট নং-২০ জুবায়ের রকিব চৌধুরী, ব্যালট নং-২১ আক্তার হোসেন খান, ব্যালট নং-২২ আব্দুল হাদি পাবেল, ব্যালট নং-২৩ শহীদ আহমদ চৌধুরী, ব্যালট নং-২৪ মোহাম্মদ আব্দুস সালাম। এই প্যানেলে এসোসিয়েট ক্যাটাগরিতে আরেকটি গ্রুপের প্রার্থীরা হলেন- ব্যালট-১ মাসুদ আহমদ চৌধুরী মাকুম, ব্যালট-২ মো. এমদাদ হোসেন, ব্যালট-৩ পিন্টু চক্রবর্তী, ব্যালট-৪ আব্দুর রহমান, ব্যালট-৫ চন্দন সাহা, ব্যালট-৬ মো. আতিক হোসেন। গ্রুপ ক্যাটাগরিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা হলেন- তাহমিন আহমদ, মো. আমিনুজ্জামান জুয়াহির, ওয়াহিদুজ্জামান চৌধুরী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status