অনলাইন

টপব্রাইট আয়োজিত পাঁচ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:০৬ পূর্বাহ্ন

রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়ে গেলো টপব্রাইট আয়োজিত বেসিক এন্ড এডভান্সড বায়োইনফরমেটিক্স কর্মজীবন উন্নয়ন নিয়ে পাঁচ দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলোজি,  বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. শিরিন তরফদার ,বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হসপিটালের  নিউরোসার্জারি ডিপার্টমেন্টের সহকারি অধ্যাপক ডা. মশিউর রহমান। প্রধান অতিথি ডা. শিরিন তরফদার শিক্ষার্থীদের সাথে  তার অভিজ্ঞতা বিনিময় করেন এবং তরুণদের উদ্দ্যেশে বলেন,  সকল প্রতিবন্ধকতা পেরিয়ে গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্বকে দেখিয়ে দিতে হবে আমরাও পারি। বিশেষ অতিথির বক্তব্যে ডা. মশিউর রহমান বলেন, গবেষণার বিকল্প নেই। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন গবেষণা করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টপব্রাইট এর সি.ই.ও এ.এস.এম. সারওয়ার এবং  ইউল্যাবের সিনিয়র লেকচারার  আশিক মাহমুদ  আদনান ।  সমাপনী অনুষ্ঠানের শেষার্ধে প্রশিক্ষনে অংশ নেয়া শিক্ষার্থীরা সনদ পত্র বিতরন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ভেন্যুর সহায়তায় ছিলো এ.ডি.এন এডু সার্ভিস। অনুষ্ঠানটির প্রথমার্ধে “কর্মজীবন উন্নয়ন” শীর্ষক বিষয়ের উপর দিক নির্দেশনা প্রাদান করেন আশিক মাহমুদ আদনান।
জীব বিজ্ঞান অনুষদের (জীন প্রকৌশলী এবং জীবপ্রযুক্তি, অণুজীব বিজ্ঞান ও জৈবরসায়ন) শিক্ষার্থীদের কম্পিউটেশনাল বায়োলজি বা বায়োইনফরমেটিক্স এর উপর আগ্রহ সৃষ্টি করার এবং কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে পাঁচ দিন ব্যাপী বেসিক এন্ড এডভান্সড বায়োইনফরমেটিক্স এবং কর্মজীবন উন্নয়ন কর্মশালা যৌথভাবে আয়োজন করে টপব্রাইট এবং ন্যাশনাল ইনিস্টিউট অব বায়োটেকনোলজি (এন.আই.বি)। এই প্রশিক্ষনের  মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বায়োইনফমেটিক্স টুল ব্যবহার এবং  ওয়েট ল্যাব  ব্যবহার না করে সিলিকন ল্যাবের মাধ্যমে কিভাবে উচ্চমানের গবেষণা করা যায় সেই সম্পর্কে ধারণা লাভ করে।
প্রশিক্ষন সম্পর্কে টপব্রাইট এর সিইও এ.এস.এম সারওয়ার বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে  চলতে হলে গবেষণায়ও উন্নত হওয়া প্রয়োজন।  তরুণ সমাজকে বেশি বেশি গবেষণায় উদ্ভূত করতে হলে দক্ষতা বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । সরকারি-বেসরকারি সহযোগিতা পাওয়া গেলে আরো বেশি বেশি এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা সম্ভব। তিনি বলেন , আমাদের  প্রতিবেশী দেশ ভারতে এই বায়োইনফরমেটিক্স বিষয়ক শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জীন সিকুয়েন্সিং, জেনেটিক এনাল্যাইসিস, ফাইলোজেনেটি ট্রি এনালাইসিস, নেক্সট জেনেরেশন সিকুয়েন্সিং প্রভৃতি কাজ করার মাধ্যমে গবেষণার পাশাপাশি ফ্রিল্যন্সার হিসেবে কাজ করেও বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status