বাংলারজমিন

ব্রহ্মপুত্র খননের মাটি দিয়ে নদীরক্ষাবাঁধ প্রশস্ত মহাসড়ক নির্মাণের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৩৯ পূর্বাহ্ন

 ব্রহ্মপুত্র নদের খননকৃত মাটি দিয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর-ময়মনসিংহ-টোক-ভৈরববাজার পর্যন্ত প্রায় ২৮৩ কিলোমিটার দৈর্ঘ্যের সুপ্রশস্ত প্রস্থের নদের পূর্বতীরে ব্রহ্মপুত্র রক্ষাবাঁধ ও বাঁধের উপর কমপক্ষে দুইশ’ ফুট প্রশস্ত করে জাতীয় মহাসড়ক, ওয়াকওয়ে নির্মাণের মেগাপ্রকল্প বাস্তবায়ন এবং নদের পাশে বিস্তীর্ণ অনাবাদি চর এলাকায় শিল্প-কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে শিল্প বিপ্লব ঘটানোর সুবর্ণ সুযোগ সৃষ্টির দাবিতে ১৬ই সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেয়া হয় স্মারকলিপিটি। জনগুরুত্বপূর্ণ দাবি সংবলিত এই স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে বিভাগীয় কমিশনার আশ্বাস প্রদান করেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status