অনলাইন

আওয়ামী লীগ নেত্রী বলে কথা!

ফরিদপুর প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ১:১৬ পূর্বাহ্ন

রওশনারা পারভীন। আওয়ামী লীগ নেত্রী। তাই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কিংবা আদালতকেও তুচ্ছ মনে করেন। দখল নিচ্ছেন অন্যের জমি। নিজের ইচ্ছামত গড়ে তুলছেন স্থাপনা।

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ ও উপজেলার থানার সামনেই ১৪৪ ধারা ভঙ্গ করে নির্মাণ করছেন কয়েকটি দোকান। দলিলমূলে ওই জমির মালিক ইউসুফ হাওলাদার। তার অভিযোগ, তিনি এই অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে থানা ও উপজেলা প্রশাসনের দারস্থ হয়েও কোন প্রতিকার পাচ্ছে না।  

ইউসুফ জানান, চরভদ্রাসন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশনারা পারভীন গত ৯ই সেপ্টেম্বর থেকে বিরোধীয় ৫ শতাংশ জমির উপর ঘর নির্মাণ করতে দেখে ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিবাদমান জমির ওপর ১৪৪ ধারা জারি করেন। জমিটি যে অবস্থায় আছে, সে অবস্থায়-ই থাকার নির্দেশ দেন তিনি। কিন্ত উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ক্ষমতার দাপট দেখিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে তিনি উপজেলা প্রশাসন, থানা ও আদালতে গিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। বরং তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

এ ব্যাপারে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশনারা বলেন, সরকার আমার পিতা মরহুম রতন মোল্যার নামে জমিটির বন্দোবস্ত দিয়েছেন। বর্তমানে জমিটি পতিত রাখা ঠিক হবে না বিধায় দোকান ঘর নির্মাণ করছি।

জানা যায়, এসএ জরিপ ও দিয়ারা জরিপে রেকর্ডীয় মালিক উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের গোপাল চন্দ্র সরকারের নিকট থেকে ১৯৯৪ সালের ১৬ই জুন চরভদ্রাসন সাব-রেজিস্ট্রি অফিসে ৬৯২ নং খোষকবলা দলিলমূলে ৫ শতাংশ জমি ক্রয় করেন প্রতিপক্ষ ইউসূফ হাওলাদার। এসএ ১৬৪ নং মৌজা যা দিয়ারা ১১ নং চরভদ্রাসন মৌজার ৭৯১ নং খতিয়ানের ১০১৪৯ নং দাগ হতে ৫ শতাংশ জমি ক্রয় করে প্রতিপক্ষ ইউসূফ হাওলাদার একটি টিনের ছাপড়া উঠিয়ে মোটর পার্টসের ব্যবসা ও বাকি উন্মুক্ত জমির ওপর ইট বালুর ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি ওই উন্মুক্ত জায়গাটুকু জবর দখল করে উপজেলা মহিলা নেত্রী দোকানঘর নির্মাণ করে চলেছেন বলে অভিযোগ জমির ইউসুফের।

কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান নির্মাণের ব্যাপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, আদালতের নির্দেশ পেয়ে আমরা উভয়পক্ষকে বিবাদমান জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নোটিশ জারি করেছি। কিন্ত কেউ ঘর তুললে বাধা দেয়া পুলিশের কাজ নয়। শান্তি শৃঙ্খলা বিঘœ ঘটলে সেটি দেখার দায়িত্ব পুলিশের।
   
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, আমি আদালতের নোটিশ পাই নি। আমি স্টেশনে না থাকায় বিষয়টি দেখতে ও বুঝতে পারছি না। তবে শুনেছি রওশনারা ঘর তুলছেন। খবর শুনে আমি আপাতত: কাজ বন্ধ রাখতে বলেছি।

এ ব্যাপারে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার কিছু জানেন না বলে মন্তব্য করেন। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

এদিকে ওই মহিলা নেত্রী ২৫-৩০ জন লেবার ও মিস্ত্রি লাগিয়ে দ্রুত গতিতে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। বিরোধীয় জমিতে কয়েকটি ভারি সরকারি গাছ কেটে ফেলে দিয়ে জায়গা খালি করে ঘর নির্মাণ করছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status