অনলাইন

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন মা-বাবা

স্টাফ রিপোর্টার

১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন মা-বাবা। দুই দিন বয়সী এই নব জাতকটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে স্বজনহীন শুয়ে আছে। অনেক খোঁজাখুঁজি করেও ওই নবজাতকের অভিভাবকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে সংশ্লিস্টরা জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, রাতে খবর পাই হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে এক মেয়ে নবজাতক বিছানায় পড়ে আছে, তার সঙ্গে কেউ নেই। পরে ওয়ার্ডে গিয়ে পুলিশ জানতে পারে, ১৩ই সেপ্টেম্বর ভোরে সিজারের মাধ্যমে জন্ম হয় এই মেয়ে নবজাতকের। এরপর থেকেই ১০৬ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত বিছানায় চিকিৎসাধীন ছিল। তখন পর্যন্ত নবজাতকটির সঙ্গে তার বাবা ও মা ছিলেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর থেকে তাদের আর পাওয়া যায়নি। ওই বেডের পাশে থাকা রোগীর স্বজনরা জানান, স্বামী-স্ত্রী দু’জন ঝগড়া করেছেন, তারপরই বাচ্চাকে রেখেই  দু’জন হাসপাতাল থেকে বের হয়ে যান। তারা আর ফিরে আসেননি।
পুলিশ জানিয়েছে, নবজাতকটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল। তাদের বাসা রাজধানীর মিরপুরে। তাদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status