বাংলারজমিন

রংপুর উপনির্বাচন

রাজুর প্রার্থিতা বহাল দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

রংপুর-৩ সদর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর প্রার্থিতা বহাল রাখার দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে রংপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোজী রহমান। বক্তব্য রাখেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা, অধ্যাপক মাজেদ আলী বাবলু, জয়বাংলা সাংস্কৃৃতিক ঐক্যজোটের সভাপতি তৌহিদুর রহমান টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সোহেল, জেলা পরিষদ সদস্য পারভীন আক্তার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মিজানুর রহমান তুহিনসহ অন্যরা। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, রংপুরে জাতীয় পার্টি সাদ এরশাদকে মনোনয়ন দেয়া হয়েছে। যাকে রংপুরের ছাত্র, শিক্ষক, সচেতন মানুষ, ব্যবসায়ী কেউ চেনেন না। তিনি রংপুরে কখনো বসবাস করেননি। রংপুর সম্পর্কে তার কোনো ধারণাই নেই। অপরদিকে বিএনপি থেকে রিটা রহমানকে মনোনয়ন দিলেও তার পক্ষে কোনো নেতাকর্মী নেই। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা উন্নয়ন করেছে সদর আসনের এমপি ইতিপূর্বে খোঁজ নিতে আসেনি। প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়েছে রংপুরের মানুষের প্রাণের দাবি অ্যাডভোকেট রাজুকে নৌকা মার্কায় ভোট করার সুযোগ দেয়া হোক। আমরা নৌকায় ভোট দিতে চাই। শেখ হাসিনা সরকারের শরিক হতে চাই।
এদিকে প্রেস ক্লাব চত্বর ছাড়াও নগরীর দমদাম ব্রিজ এলাকা, মডার্ন মোড় ও পাগলাপীরে একই দাবিতে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status