বিনোদন

কাঁদলেন ও কাঁদালেন হিমেশ-রানু

বিনোদন ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ৭:৪৪ পূর্বাহ্ন

সম্প্রতি মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে বলিউডের প্লেব্যাক গায়িকা হিসেবে পরিচিতি পেলেন রানু মারিয়া মণ্ডল। এক অনুষ্ঠানে মুক্তি পেলো ‘তেরি মেরি কাহানি’ গানটি। রানাঘাটের ৬ নম্বর প্লাটফরম থেকে মুম্বইয়ের রেকর্ডিং স্টুডিওতে রানুর জার্নির কথা বলতে গিয়ে এদিন কাঁদলেন হিমেশ। কাঁদলেন রানুও। তাদের দু’জনের আবেগ ও কান্না দেখে কাঁদলেন আগত অতিথিদের অনেকে। রানুর গাওয়া গান ‘প্যায়ার কা নাগমা’র ভিডিও দেখে সেদিনই হিমেশ বুঝতে পেরেছিলেন এই কণ্ঠ ইশ্বরপ্রদত্ত। রানুর কথা গানের প্রকাশনা অনুষ্ঠানে বলতে গিয়েই ভীষণরকম আবেগপ্রবণ হয়ে পড়েন এ সংগীত তারকা। একসময়ে গলা বুজে আসছিল হিমেশের। রানাঘাটের স্টেশনে কেমন জীবনযাপন করতেন রানু? সে কথা উপস্থিত
দর্শকদের সঙ্গে শেয়ার করতে গিয়েই কান্নায় ভেঙে পড়েছিলেন হিমেশ। রানুকে নিয়ে লতা মঙ্গেশকরের মন্তব্য প্রসঙ্গেও মুখ খুলেন হিমেশ। তার মতে, লতাজির মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি রানুকে ছোট করে কথা বলেননি। রানুজি সদ্য বলিউডে নিজের সুন্দর যাত্রা শুরু করলেন। লোকজন লতাজির মন্তব্যের ভুল ব্যাখ্যা করছে। লতাজি আসলে বলতে চেয়েছেন কারও থেকে অনুপ্রেরণা নেয়া ভালো, অনুকরণ করা ঠিক নয়। ‘তেরি মেরি কাহানি’র পর রানুকে দিয়ে আরো দু’টি গান রেকর্ড করিয়ে ফেলেছেন হিমেশ। তার মধ্যে একটি ‘আদত’, এবং অন্যটি ‘আশিকি মে তেরি’। হিমেশ বলেন, এখানেই শেষ নয়, রানুজির বলিউড যাত্রা চলবে। নিজের সংগীত পরিচালনার প্রতিটি ছবিতেই রানুর গান রাখার ঘোষণাও দেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status