বিনোদন

আলাপন

‘আমাদের কেমেস্ট্রিও খুব ভালো ছিল’

কামরুজ্জামান মিলু

১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৯:৪৭ পূর্বাহ্ন

অভিনেতা সিয়াম আহমেদ। ছোট পর্দার পর এখন বড় পর্দাতেই বেশি ব্যস্ততা তার। এম রহিম পরিচালিত ‘শান’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন তিনি। সবশেষ টানা ১৭ দিন নির্মাতা গিয়াস  উদ্দিন সেলিমের ‘পাপ-পূণ্য’ ছবির কাজ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, চাঁদপুরে ১৭ দিন টানা কাজ করলাম। এরমধ্যে চঞ্চল চৌধুরী ভাই, মামুনুর রশীদ ভাই, ফারজানা চুমকী আপা, সুমির সঙ্গে প্রথমবার কাজ করা হলো। পুরো টিমের সঙ্গে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাকে সামনে থেকে দেখতে পাওয়াটাও একটা উপহার। কারণ তার চরিত্রের প্রস্তুতি, চরিত্রের ভাঙ্গা-গড়া বিষয়গুলো দেখাটাও একটা বড় বিষয়। এছাড়া গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করতে পারছি এটাও আমার কাছে একটা উল্লেখযোগ্য বিষয়। কারণ ছবিতে আমার চরিত্রটি পড়ার পর শট দিতে গিয়ে সেটি নিয়ে আমার সাজেশন, পরিচালক হিসেবে তার সাজেশন সব মিলে একটা ম্যাজিক তৈরি হচ্ছে। যা দর্শকরা পর্দায় দেখতে পাবেন। আমি যা ফিল করছি তা পরিচালকের সঙ্গে শেয়ার করছি, আবার পরিচালক হিসেবে তিনিও আমাকে শটের বিষয়ে সাজেশন দিচ্ছেন। সবকিছু মিলে আসলে পুরো পিউর টিম ওয়ার্ক। শুটিং টানা করতে কেমন লাগলো জানতে চাইলে সিয়াম বলেন, কাজ এখনো শেষ হয়নি। টানা ১৭ দিন কাজ করে ঢাকা ফিরেছি। সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত টানা কাজ করেছি। তার মানে ১৭ দিন টানা প্রায় ১৭ ঘন্টা করে কাজ করেছি। আমি না শুধু টিমের সবাই ব্রেক ছাড়া টানা কাজ করেছে। একবেলাও ব্রেক পাইনি আমরা। সবাই এক চিন্তা না করলে এটা সম্ভব ছিল না। ছবিটা এজন্য ভালো হবে। সামনে গাজীপুরে শুটিং হবে ছবির বাকি অংশের। ছবিতে আল আমিন নামে একটি চরিত্রে কাজ করছেন সিয়াম। এদিকে কয়েকদিন আগে চিত্রনায়িকা পরীমনির নায়ক হিসেবে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবির বেশিরভাগ অংশের কাজ করেছেন তিনি। সিয়াম এ প্রসঙ্গে বলেন, আর সাতদিন করলে ছবিতে আমার অংশের কাজ শেষ হবে। এতে স্বাধীন নামে একটি চরিত্রে কাজ করছি। মডার্ণ একটি ছেলের চরিত্র। কিন্তু তার চিন্তা-ভাবনা সবকিছু সেকেলে। আগের সময়ের যা কিছু শিখেছে সেভাবেই চলে সে। অক্টোবরের শুরুতে ছবির বাকি কাজ শেষ করবো। ছবির নাম ‘বিশ্বসুন্দরী’, এ ছবির গল্প কি নায়িকা কেন্দ্রিক? এর জবাবে সিয়াম বলেন, সুন্দর ছিমছাম গল্প। অনেকদিন পর এমন একটি ছবি পেতে যাচ্ছি যেটি পরিবারের সবাই মিলে দেখতে যাবেন এবং পছন্দ করবেন। পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এটা বুঝতে হবে। দর্শক দেখার পর আসলে বুঝতে পারবেন কেন আমি এ ছবিতে কাজ করেছি। উত্তরটা পেয়ে যাবেন তখন। পরীমনির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে সিয়াম এক কথায় বলেন, তার সঙ্গে এটি প্রথম কাজ হলেও দর্শক যখন ছবিটি পর্দায় দেখবেন তখন তা মনে হবে না। অনেক আন্তরিকতার সঙ্গে আমরা কাজটি করেছি। আমাদের কেমেস্ট্রিও খুব ভালো ছিল। যা দেখে পরিচালক বেশ খুশি ছিলেন। যেহেতু পরিচালক আমাদের কাজ দেখে খুশি হয়েছেন তাই আমিও খুশি। দর্শকরাও আনন্দিত হবেন বলে আশা করছি। এরপর নতুন ছবির খবর জানতে চাইলে সিয়াম বলেন, সামনে ডিসেম্বরে রায়হান রাফীর ‘স্বপ্নবাজি’ ছবির কাজ শুরু করবো। এ ছবির গল্পটিও দারুণ। ‘পোড়ামন ২’, এরপর ‘দহন’। এখন ‘পাপ-পূণ্য’ ছবির কাজ করছেন সিয়াম। এরপর ‘বিশ্বসুন্দরী’ ছবির বাকি কাজ করবেন। এসব ছবিতে ভিন্ন সব চরিত্র নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status