প্রথম পাতা

ছাত্রদলের কাউন্সিলে আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৯:১৮ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচন স্থগিত করেছেন আদালত। গতকাল দুপুরে ছাত্রদলের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আমানুল্লাহ ঢাকার ৪র্থ সহকারী জজ আদালতে করা মামলার রায়ের আদেশে কাউন্সিল কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়া হয়। আগামীকাল শনিবার এ কাউন্সিল হওয়ার কথা ছিল। আদালত একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কেন দেয়া হবে না এই মর্মে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া, বিবাদীদের আগামী সাত দিনের মধ্যে আদালতে স্বয়ং অথবা রীতিমত উপদেশ প্রাপ্ত উকিল দ্বারা উপস্থিত হয়ে দরখাস্তের বিরুদ্ধে কারণ দর্শাতে বলা হয়েছে।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. ইসমাইল হোসেন ও জামাল হোসেন। এদিকে মামলার বিষয়ে কথা বলতে রাতে মামলার বাদী আমানুল্লাহ’র সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
ছাত্রদলের শীর্ষ দুই পদে ভোট গ্রহণে আগামীকাল দিন ধার্য করে গত কয়েক দিন ধরেই প্রচারণা চলছিল। সারা দেশের কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার কথা ছিল এ কাউন্সিলে। কাউন্সিল ঘিরে গত কয়েক দিন ধরে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে নানা ধরণের তৎপরতা চলছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status