অনলাইন

খালেদার মুক্তির দাবিতে বিএনপির ১২ দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার

১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ২:৫০ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে টানা ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথসভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচির তারিখ জানানো হয়।

১২ দিনের কর্মসূচিগুতে রয়েছে, আগামী ১৫ই সেপ্টেম্বর   (রোববার) জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মানববন্ধন, ১৬ই সেপ্টেম্বর (সোমবার) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মানববন্ধন, ১৭ই সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে মানববন্ধন, ১৮ই সেপ্টেম্বর (বুধবার) অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (এইবি) উদ্যোগে মানববন্ধন, ১৯শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মানববন্ধন ও ২০শে সেপ্টেম্বর (শুক্রবার) জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী)।

এরপর আগামী ২১শে সেপ্টেম্বর (শনিবার) জাতীয়তাবাদী ওলামাদলের উদ্যোগে মানববন্ধন, ২২শে সেপ্টেম্বর (রোববার) জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে মানববন্ধন  (দেশব্যাপী), ২৪শে সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগ মানববন্ধন, ২৫শে সেপ্টেম্বর (বুধবার) জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে মানববন্ধন, ২৭শে সেপ্টেম্বর (শুক্রবার) এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে মানববন্ধন এবং ২৮শে সেপ্টেম্বর (শনিবার) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

তবে এসব কর্মসূচির সময় বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status