বাংলারজমিন

নিরাপদ সড়কের দাবিতে ভোলাগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

 সিলেটের কোম্পানীগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জনতা। সমপ্রতি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও পাথর ব্যবসায়ী নিহত হওয়ার পর এ দাবিতে তারা মানববন্ধন ও সমাবেশ করেন। একই সঙ্গে দোষী ট্রাকচালকদের বিচারও দাবি করেন তারা। গত মঙ্গলবার ভোলাগঞ্জ বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের কারণে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু জাতীয় মহাসড়কে দুপাশে ঘণ্টাখানেক সময় যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা বেপরোয়া গাড়ি চালকদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতকরণ ও নিরাপদ সড়কের দাবি জানান। বক্তারা সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু জাতীয় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটে গতিরোধক বসানোর দাবিও জানান। নিহত স্কুলছাত্রের বাবা মকদ্দুছ মিয়া বলেন, ‘আমার মতো কারও বাবা যেন অকালে সন্তান না হারায়।’ তিনি দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান। উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়ার সভাপতিত্বে ও পাথর ব্যবসায়ী জসিমুল ইসলাম আঙ্গুর মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি মইন উদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, যুবলীগ নেতা শাহ আলম, চুনাপাথর আমদানিকারক গ্রুপের সদস্য আখতারুজ্জামান নোমান, যুবনেতা শরীফ উদ্দিন, ভোলাগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার, কুদরত উল্লাহর পরিবারের সদস্য হাফিজ মাওলানা হামিদুল হক, পূর্বধলাই স্টোন সাপ্লায়ার্স ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বশির উদ্দিন, কুদরত উল্লাহর বড় ভাই হাবিবুল্লাহ, ছোট ভাই আরমান উল্লাহ, সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের পিতা মকদ্দুছ মিয়া, ভোলাগঞ্জ মাদ্রাসার শিক্ষক হাফিজ কামরুল হাসান, ইউপি সদস্য মুজিবুর রহমান প্রমুখ। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভোলাগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র আল আমিন নিহত হয়। সে ভোলাগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। এর আগে গত বৃহস্পতিবার ট্রাকচাপায় মারা যান ব্যবসায়ী কুদরত উল্যাহ (৪০)। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু জাতীয় মহাসড়কের পাড়ুয়া এলাকায় ঘটনাটি ঘটে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরেরগাঁও গ্রামের মৃত লিলু মিয়ার পুত্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status