বাংলারজমিন

নবীগঞ্জে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

 নবীগঞ্জে বহুল আলোচিত ও বিতর্কিত সংগঠন হিযবুত তাওহীদের ইসলামবিরোধী কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ কওমি ও আলিয়া মাদ্রাসার সমন্বয়ে গঠিত ওলামা পরিষদ সংবাদ সম্মেলন করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ বলা হয় হিযবুত তাওহীদ কর্তৃক ইমান বিধ্বংসী আক্বিদা প্রচার নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় ওলামা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ওলামাদের তরফ থেকে ইসলামবিরোধী কর্মকাণ্ড নিয়ে কঠোর হুঁশিয়ারির একপর্যায়ে ১২ জন আলেমের বিরুদ্ধে হিযবুত তাওহীদ সভাপতি জসিম উদ্দিন কর্তৃক আদালত মামলা হয়। এনিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। ওলামা পরিষদের তরফ থেকে সর্বদলীয় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়ে ওঠে পুলিশ। আজম রুমন নামের হিযবুত তাওহীদের জনৈক নেতাকে আটক করে। এরই আলোকে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে ওলামা পরিষদ। সার্বিক বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা নুরুল হক নবীগঞ্জী। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জামে মসজিদের খতিব মাওলানা আবদুল কাদির হোসাইনী, আনোয়ারুল উলুম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহ আলম, জয়নগর জামে মসজিদের খতিব হাফেজ রহুল আমিন চৌধুরী, আল করিম মসজিদের ইমাম মাওলানা মুনসুর আহমেদ আজাদ, মদিনা মজসিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন, নহরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম, ইব্রাহিম (আঃ) মসজিদের ইমাম হাফেজ আলাউর রহমান,মুফতি মাহবুবুর রহমান, হাজী দিলাওর মিয়া চৌধুরী, মাওলানা আয়াত আলী, মাওলানা রফি উদ্দিন জালালী, হাফেজ খালেদ সাইফুল্লা,মাওলানা আলী আক্কাস মোল্লা, হাফেজ নাজমুল হুদা, মাওলানা আজমান আলী, মাওলানা ইব্রাহিম ইউসুফ, মাওলানা আবদুল মন্নান, মাওলানা এনামুল হক, মাওলানা মুস্তাকিম বিল্লাহ সেলিম, হাফেজ রুমন আহমেদ, হাফেজ ইয়াছিন আলী,আকমল হোসেন আজাদ টিটু। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, হিযবুত তাওহীদ তাদের প্রচার- প্রচরণায় আমাদের পবিত্র মহান ইসলাম ধর্ম এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) কে কটূক্তি ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করে সম্প্রীতির পরিবেশ বিঘ্নিত করছে। এরই প্রেক্ষিতে গতকাল সর্বদলীয় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। এনিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ওলামা পরিষদের দাবিগুলো সামাজিকভাবে বাস্তবায়নের আশ্বাস দিয়ে কর্মসূচি স্থগিতের অনুরোধ করেন। এরই আলোকে ওলামা পরিষদ জরুরি বৈঠক আহ্বান করে কর্মসূচি স্থগিত ঘোষণা করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status