বাংলারজমিন

হত্যা মামলায় জহিরকে গ্রেপ্তারে ফুঁসে উঠেছে বীরগাঁও

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

 আওয়ামী লীগের মনোনয়নে গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তরুণ সমাজকর্মী সাংবাদিক জহির রায়হানের গ্রেপ্তারে ফুঁসে উঠেছেন নবীনগরের বীরগাঁও ইউনিয়নের মানুষ। গতকাল জেলা শহরে ওই এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন করে তার গ্রেপ্তারের প্রতিবাদ জানান। হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক জহির রায়হানকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। যার নাটেরগুরু ইউপি নির্বাচনে জহির রায়হানের প্রতিদ্বন্দ্বী বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদ এই অভিযোগ করে বলা হয় চিহ্নিত দাঙ্গাবাজ এই চেয়ারম্যানকে এর আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি থেকে ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এদের পরিকল্পনায় পাশের ইউনিয়নে সংগঠিত হত্যা ঘটনায় ৯৩ নম্বর আসামি করা হয় জহিরকে। ওই ষড়যন্ত্রকারীদের তৎপরতাতেই এখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তদন্তের দায়িত্ব পাওয়া পিবিআই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন)। অবিলম্বে জহিরের মুক্তি এবং মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয় মানববন্ধনে। প্রায় ২৫ কিলোমিটার পথ নৌকায় করে জেলা শহরে এসে মানববন্ধনে যোগদেন নানা বয়সী মানুষ। জহির রায়হানকে শহরের কাউতলীর একটি হোটেলে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয় গত ৬ই সেপ্টেম্বর। এর দু-দিন পর বাইশমৌজায় সর্বস্তরের মানুষ প্রতিবাদ সভা করে এই গ্রেপ্তারের প্রতিবাদ জানায়। বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে করা গতকালের মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার, বাইশমৌজা বাজার ও কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি হাজী আরিফ মিয়া, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজী ধন মিয়া, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, প্রবীণ ইউনিয়ন  আওয়ামী লীগ নেতা অলি আহমেদ, জহির রায়হানের ছোট ভাই মাজহারুল হক, বিশিষ্ট সরদার ফুল মিয়া, ইউসুফ মেম্বার ও সিরাজুল ইসলাম শান্ত প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। উল্লেখ্য, ২০১৮ সালের ২৯শে সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে গোষ্ঠীগত দাঙ্গার জেরে জোড়া খুনের ঘটনা ঘটে। এঘটনায় শরীফ উদ্দিন বাদী হয়ে ১০৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status