বাংলারজমিন

ফুলতলার শিরোমণি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:২৯ পূর্বাহ্ন

ফুলতলা খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে তেতুলতলা রোড সংলগ্ন কামার পট্টিতে গত মঙ্গলবার ভোর সোয়া ৫টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিরোমণির চায়ের দোকানদার বিল্লাল বলেন সোয়া ৫টার দিকে কামার পট্টিতে আগুনের ধোঁয়া দেখতে পাই, এসময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
৯৯৯ মাধ্যমে খবর পেয়ে খানজাহান আলী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও দৌলতপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ৩৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে লাভলু ফার্নিচারের প্রায় ২ লাখ, আলফাজের লেপ-তোশকের দোকানের দেড় লাখ, বিরুর পানের দোকানের ২০ হাজার, দিপংকর কর্মকারের দোকানের ১০ হাজার, আবুল হাসান গাজীর পান দোকানের ১০ হাজার, মানিকের চায়ের দোকানের ৫ হাজার টাকার মালামাল আগুনে পুড়ে যায়। শিরোমণি বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম বলেন আগুনে মোট ৬টি দোকানের প্রায় ৪ লাখ টাকার  ক্ষতি হয়েছে। খানাজাহান আলী ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালাম মোড়ল জানান  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেক্ট্রিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এদিকে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ জাহাঙ্গীর হোসেন, দিশারী যুব পর্ষদের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status