দেশ বিদেশ

১০ম গ্রেডে বেতন দিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৫ দাবি

স্টাফ রিপোর্টার

১০ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৪৮ পূর্বাহ্ন

সার্ভেয়ার ও সমমানের পদে বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন, সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ইন্সটিটিউট অব সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি)’ এ দাবি জানিয়েছে। আগামী এক মাসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা বলা হয় সংগঠনের পক্ষ থেকে। গত শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যসহ দাবিনামা উপস্থাপন করেন, সংগঠনের মহাসচিব মইনুল হক চৌধুরী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান হুমায়ুন কবির তুষার। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ১০ম গ্রেডে বেতন ছাড়াও কানুনগো ও উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতি দিতে পিএসসির সুপারিশ পাওয়াদের দ্রুত জিও (সরকারি আদেশ) জারি, সব দপ্তরে সার্ভেয়ার ও সমমান পদের নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং টেকনোলজি) প্রতিস্থাপন, ওই পদের সব কার্যক্রম কারিগরি সংশ্লিষ্ট বিধায় সার্ভেয়ার পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা এবং সব দপ্তরে সার্ভেয়ার ও সমমানের শূন্যপদে দ্রুত নিয়োগের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- ভূমি মন্ত্রণালয়ের কানুনগো ও উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদে দীর্ঘ ১৬ বছর কোনো পদোন্নতি বা নিয়োগ না থাকায় এক হাজার ৪০০টি পদের মধ্যে এক হাজার ২৫০টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে আদালতের ৮টি মামলার রায় বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সুপারিশ চেয়ে পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০১৬ সালে পিএসসি দ্রুত নিয়োগের সুপারিশ করে। এরপর সুপারিশপ্রাপ্তদের জিও জারির বিষয়ে ভূমিমন্ত্রী ২৮শে এপ্রিল নথি অনুমোদন করলেও এখনও জিও জারি করা হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের সব দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অনুশাসন মানা হচ্ছে। তাই অনুশাসন বাস্তবায়নে জোর দাবি করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status