দেশ বিদেশ

‘বাংলাদেশ বন্ধু সমাজ’-এর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

১০ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশকে কলহ-দ্বন্দ্ব-সংঘাত ও সন্ত্রাসমুক্ত সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বন্ধু সমাজ’র সভাপতি এফ. আহমেদ খান রাজীব। তিনি বলেছেন, চলমান সময়ে যুগের প্রয়োজনে সংঘাত ও সন্ত্রাসমুক্ত পৃথিবীর সূচনায় বাংলাদেশের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত মত-পার্থক্যে বিরোধ নিষ্পত্তিতে ‘সকল সমস্যা অঙ্কুরেই নির্মূলে-যেখানে সমস্যা সেখানেই সমাধানে’ বাংলাদেশকে পৃথিবীবাসীর জন্য সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টিতে সমাজের বিপথগামীদের বন্ধুত্ব ও ভালোবাসা দিয়ে সুপথে ফিরিয়ে আনতে হবে। তাহলেই সকল পক্ষ-বিপক্ষের মত-পার্থক্যে বিরোধ নিস্পত্তিতে দেশবাসীর সেতুবন্ধন হবে এবং পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন হবে। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি কলহ-দ্বন্দ্ব-সংঘাত ও সন্ত্রাসমুক্ত সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি ও বন্ধুত্বের পরিবেশ গঠনের সহযোগিতায় বাংলাদেশ বন্ধু সমাজকে সহযাত্রী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে দায়িত্ব পালনে সাংবিধানিক বৈধতাসহ জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান অথবা জাতীয়করণের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে জাতীয় আবেদনের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। এসময় আরো বক্তব্য রাখেন- বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব কাশেম মাসুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডিপুটি অ্যাটর্নি জেনারেল এস এম নজরুল ইসলাম, এডভোকেট সুলতান আহমেদ খান, সিনিয়র সাংবাদিক ও কলমযোদ্ধা লিয়াকত আলী খান, মো. হাবিবুর রহমান, সাংবাদিক নেতা মো. মোশারফ হোসেন, মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র কার্যনির্বাহী সদস্য ডি এম আমিরুল ইসলাম অমর প্রমুখ।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status