বাংলারজমিন

শেরপুরে নামমাত্র মূল্যে পরিত্যক্ত স্কুলভবন বিক্রির অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৪৪ পূর্বাহ্ন

শেরপুরে টুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্কুল ঘরের মালামাল অত্যন্ত গোপনে নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়ার ঘটনা ঘটেছে। সরকারি বিধিবিধান অমান্য করে স্কুল পরিচালনা কমিটির যোগসাজশে গোপন টেন্ডার দেখিয়ে নামমাত্র মূল্যে পরিত্যক্ত স্কুল ঘরটি ক্রয়-বিক্রয় দেখানো হয়েছে। স্থানীয়দের মতে, ইট, রড, ঢেউটিন, কাঁঠ, বাঁশ, দরজা-জানালাসহ পরিত্যক্ত ভবনের ন্যূনতম বাজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা। সেখানে সরকারি কোষাগারে জমা হয়েছে মাত্র ২৬ হাজার ২০০ টাকা। এরপর ভবনটি তৃতীয় পক্ষের কাছে ভবনটি প্রকাশ্যে নিলাম মূল্যে বিক্রি হয়েছে সাড়ে ৪ লাখ টাকা। স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরকারি দলের ইউনিয়ন কমিটির নেতা হওয়ার কারণে সরকারি তহবিলের গচ্চা গেছে প্রায় ৫ লাখ টাকা। এদিকে শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মো. কাইয়ুম হোসেন ওই সরকারি সম্পদের টাকা লুট করে রাতারাতি শেরপুর উপজেলা থেকে বদলি হয়ে পাবনা জেলায় অবস্থান করছেন বলে জানা গেছে। এরপর গত দুদিন ধরে বেশ কয়েক জন শ্রমিক ওই ভবনটি ভাঙা শুরু করলে স্থানীয় লোকজনের মধ্যে নিলামের বিষয়টি জানাজানি হয়। যারফলে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status