বাংলারজমিন

৫ দফা দাবিতে সিলেটে অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন, আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১০ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৪৪ পূর্বাহ্ন

 ৫ দফা দাবি আদায়ে সিলেটে আল্টিমেটাম দিয়েছেন অটোরিকশা শ্রমিকরা। গতকাল সোমবার সকালে নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে তারা এ আল্টিমেটাম দিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন- দাবি না মানলে আগামী ২৪শে সেপ্টেম্বর কর্মবিরতি পালন করবে সর্বস্তরের অটোরিকশা শ্রমিকরা। দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা ইতিমধ্যে ফুঁসে উঠেছেন। দাবি না মানা পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরবেন না। সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধ উপপরিষদের সহ-সভাপতি আবদুুল হামিদের পরিচালনায় সমাবেশে বক্তরা বলেন- সড়ক পরিবহনের প্রধান চালিকাশক্তি হচ্ছেন এদেশের শ্রমিকেরা। এই শ্রমিকদের সমাজ ও জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে আইনের বিভিন্ন ধারা বিশেষ মহলকে খুশি করতে পারলেও জাতীয় জীবনে চরম বিপর্যয়ের সম্ভাবনা এনে দিয়েছে। যা আমাদের জন্য কাম্য নয়। এ অবস্থায় আইনের সংশোধন করা ও বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা নিরসনের লক্ষ্যে আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন। শ্রমিকদের সমাজ ও জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বেআইনিভাবে গ্রিল দেয়ার নামে অযথা রেকার করা আর মামলা দিয়ে পরিবহন শ্রমিকদের হয়রানি করা বন্ধ করুন। হাইকোর্টের নিষেধ থাকা সত্ত্বেও কিসের বলে ব্যাটারিচালিত রিকশা ও অটোবাইক চলাচল করছে। শ্রমিকদের পাঁচদফা দাবিগুলো হচ্ছে- মহাসড়কে মেট্রোপলিটন এলাকা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করার সুযোগ দিতে হবে। সিলেট জেলা ও মেট্রো আর টিসি বোর্ডে অটোরিকশা প্রতিনিধি রাখতে হবে। সিলেট শহরসহ সকল উপজেলায় ব্যাটারিচালিত রিকশা ও অটোবাইক বন্ধ ও নিষেধ করতে হবে। রেকারিং বাণিজ্যসহ সকল প্রকার পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। খাল-বিল, নদী-নালা অধ্যুষিত সিলেটে সিএনজিচালিত অটোরিকশা নিরাপত্তা গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল করতে হবে। সিলেট শহরে বিভিন্ন স্থানে পার্কিং স্থানের ব্যবস্থা করে দিতে হবে। প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী বহন বন্ধ করতে হবে ও ঢালাওভাবে সিএনজিচালিত অটোরিকশা বেআইনি বিক্রি বন্ধ করতে হবে। এবং বিক্রীত গাড়িগুলো রেজিস্ট্রেশন প্রদান করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট-৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, সহ-সভাপতি মো. সুন্দর আলী খান, মো. আবুল হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, অর্থ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক মো. আবদুল মান্নান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবদুল মতিন, প্রধান নির্বাচন কমিশনার মানিক খান, শ্রমিক মসলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক এমএ রহিম, জেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম, আলতাফ হোসেন চৌধুরী, রাজা আহমদ রাজা, মানিক মিয়া, এবাদুল খান, রিয়াজ উদ্দিন, লিটন আহমদ, সুজন মিয়া, ফরহাদ মিয়া, এম বরকত আলী, ফরিদ আহমদ, নওশাদ আহমদ, খিজর আহমদ, আতাউর রহমান, নুরুল হক, এপল আহমদ, এমাদ উদ্দিন, জয়নাল, শরিফ উদ্দিন, কানাইঘাট উত্তর বাজার উপ-পরিষদের সভাপতি জাকারিয়া, পীরবাজারের সভাপতি ইলিয়াস প্রমুখ। এছাড়াও মাননন্ধনে মিছিল সহকারে অংশ গ্রহণ করেন সংগঠনের সকল উপ-পরিষদের নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকরা।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status