বিশ্বজমিন

আসামে ৪ বাংলাদেশী গ্রেপ্তার

মানবজমিন ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১০:৫৪ পূর্বাহ্ন

আসাম পুলিশ ৪ বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। আরো উদ্ধার করা হয়েছে ৬টি মোবাইল ফোন, ৫টি বাংলাদেশী পাসপোর্ট। এ খবর দিয়েছে অনলাইন এএনআই। এতে বলা হয়, গ্রেপ্তার করা ব্যক্তিরা হলো মো. রিপন খান, মো. কবির সরদার, আসাদুজ্জামান ও জামাল মুন্সী। গত মাসে তারা এক ব্যক্তির সঙ্গে প্রতারণায় যুক্ত ছিল বলে অভিযোগ আছে। তবে রোববার তারা সৌদি আরবের ভুয়া রিয়াল বিনিময় করে আরো একজনের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিল। এ সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status