বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বাংলারজমিন ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৮:৫৭ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গাজীপুরে ২, কমলগঞ্জে ছাত্রলীগ নেতা, আখাউড়ায় স্কুলছাত্র, তালতলীতে এএসআই ও খুলনা, নাটোরে দুইজন রয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জে সিএনজি অটোরিকশা চাপায় তুষার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগ নেতা মারা যান। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে কমলগঞ্জের আদমপুর সড়কে সিএনজি অটোরিকশা চাপায় গুরুতর আহত হন ছাত্রলীগ নেতা তুষার। নিহত ছাত্রলীগ নেতা তুষার উপজেলার রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সে উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: খুলনায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা আব্দুস সামাদ (৩৭) নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের নিজখামার এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সামাদ গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় শ্রাবণ (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার সকালে
আখাউড়া-আগরতলা সড়কের নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে। সে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
তালতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী-তালতলী সড়ক দুর্ঘটনায় আবুল হাসান (৩৪) নামের এক পুলিশের সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছে।
গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসান বরগুনার তালতলী থানায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা যাত্রী দুজন নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় জানা গেছে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নগরের কোনাবাড়িতে অবস্থিত সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবুর রহমান জানান, গতকাল বিকালে কোনাবাড়ি এলাকা থেকে অটোরিকশা যোগে কালিয়াকৈরের মৌচাকের দিকে যাওয়ার পথে তেলিরচালা এলাকায় পৌঁছলে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় কামরাঙ্গারচালা গ্রামের গৃহিণী তসিরন নেছা (৫০) ও আনুমানিক ২৫ বছর বয়সী অপর এক অজ্ঞাত নারী মারা যান।
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত শাহাবুদ্দিন (১৯) সিরাজগঞ্জ জেলার তাড়াশ এলাকার রেজাউল করিমের ছেলে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status