দেশ বিদেশ

দেশব্যাপী দুদকের ৪ অভিযান

স্টাফ রিপোর্টার

৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৮:৪০ পূর্বাহ্ন

সারা দেশে চারটি দুর্নীতি প্রতিরোধ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সমন্বিত কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম বিভিন্ন সরকারি দপ্তরে এসব অভিযান চালায়। দুদকের জনসংযোগ দপ্তর জানায়, সংস্থাটির হটলাইনে আসা অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে হানা দেয় এনফোর্সমেন্ট টিম। অভিযোগ ছিল, এই করপোরেশনের এক কর্মচারী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বেআইনিভাবে সরকারি গাড়ি ব্যবহার করে আসছেন দীর্ঘদিন ধরে। জানা যায়, প্রতিষ্ঠানটির সাবেক এক সিবিএ নেতা ২০০৯ সাল থেকে ওই গাড়ি ব্যবহার করছেন। এসব তথ্যের ভিত্তিতে সরজমিনে দুদক অভিযানে গেলে ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের দুই কর্মকর্তাকে সচিবের অনুমতি ছাড়া অনুপস্থিতও পাওয়া যায়। দুদক টিম, পরিবহন পুলের এক কর্মকর্তার কক্ষে গিয়ে গাড়ির তিনটি আসল ও তিনটি নকল লগবই উদ্ধার করে। এসব বিষয় করপোরেশনের সচিবকে অবহিত করে এবং ছয়টি লগবই তার কাছে জমা দেয় এনফোর্সমেন্ট টিম। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভূমি অফিসে নাম জারি করতে হয়রানি করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম। অভিযানে দুদক বিষয়টির সত্যতা পায়। অভিযোগ সংশ্লিষ্ট খতিয়ানের দাগ নম্বর হাতে ঘষে পরিবর্তন করা হয়েছে এমন প্রমাণও পেয়েছে টিম। এ বিষয়ে কমিশনে অনুমোদনের প্রেক্ষিতে প্রতিবেদন উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম। এদিকে, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় সরকারি টোল আদায় বাবদ প্রাপ্ত রাজস্ব সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা সেতুর টোল আদায়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা আদায় করলেও উক্ত টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করছে। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। অন্যদিকে, রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে এবং অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে এনএটিপি প্রকল্পের মাঠ দিবসের প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ থেকে পৃথক অভিযান পরিচালিত হয়েছে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status