এক্সক্লুসিভ

‘সিলেট ব্যবসায়ী পরিষদ’-এর প্রচারণা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৭:৪৪ পূর্বাহ্ন

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী প্রচারণা শুরু করেছে ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’। গতকাল নগরীর জেল রোড, করিম উল্লাহ মার্কেট, জিন্দাবাজারের বিভিন্ন মার্কেটে সকাল থেকে ৬টা পর্যন্ত একটানা প্রচারণা করেন ‘সিলেট ব্যবসায়ী পরিষদ-এর নেতৃবৃন্দ। ভোটারদের মন জয় করতে বিভিন্ন প্রতিশ্রুতি, ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ। পরিষদের নেতৃবৃন্দ ভোটারদের আশ্বাস প্রদান করেন- চেম্বারকে শক্তিশালী ও ব্যবসায়ীদের উন্নয়নে তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গঠিত যোগ্য ও দক্ষ প্যানেল ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’। তরুণরা তাদের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী দিনে চেম্বারকে আরো গতিশীল করবেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও ব্যবসায়ীদের স্বার্থে তরুণদের সমন্বয়ে গঠিত পূর্ণ প্যানেলকে বিজয়ী করলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, পর্যটন, শিল্প ও আইটি খাতের বিকাশ, ব্যবসায়ীদের ভ্যাট ও ট্যাক্স সহ যাবতীয় দাবি-দাওয়া আদায়ে চেম্বারকে শক্তিশালী করা হবে। মামলামুক্ত চেম্বার গঠন করতে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান পরিষদের নেতৃবৃন্দ। দিনব্যাপী প্রচারণায় উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ’সিলেট ব্যবসায়ী পরিষদ’ প্যানেল অর্ডিনারী  প্রার্থী এহতেশামুল হক চৌধুরী, মো. সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান জামিল, খন্দকার ইসরার আহমেদ রকী, মো. শফিকুল ইসলাম, শান্ত দেব, মো. আব্দুস সামাদ, খলিলুর রহমান চৌধুরী, ফখর-উছ-সালেহীন নাহিয়ান, আলীমুল এহছান চৌধুরী। এসোসিয়েট শ্রেণি-ইলিয়াছ উদ্দিন লিপু, মো. আব্দুল কালাম, কাজী মো. মোস্তাফিজুর রহমান, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status