বিনোদন

সিঙ্গাপুরে শ্রীদেবীর পুরো পরিবার

বিনোদন ডেস্ক

২০১৯-০৯-০৪

বলিউডের প্রথম নারী সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। কিন্তু এই সুপারস্টার ভক্তদের মাঝে এখন আর নেই। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শ্রীদেবীর মৃত্যুর দ্বিতীয় বছর পূর্ণ হবে। শ্রীদেবীকে সম্মান জানাতে বুধবার তার মোমের মূর্তির উদ্বোধন হয়ে গেল সিঙ্গাপুরের মাদাম তুসো যাদুঘরে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর, দুই মেয়ে জাহ্নবী ও খুশি। শ্রীদেবীর মূর্তি উদ্বোধনের সেই ছবি নিজের টুইটার থেকে পোস্ট করেছেন চিত্র সমালোচক তরণ আদর্শ। শ্রীদেবীর  মোমের মূর্তি উদ্বোধনের কথা মঙ্গলবার টুইট করে জানান বনি কাপুরও। তিনি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, শুধু আমাদের হৃদয়ে নয়। লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন শ্রীদেবী। শ্রীদেবী ১৯৮০ ও ১৯৯০-এর দশকের ভারতের বিনোদন শিল্পের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নারী ছিলেন এবং তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়। বিনোদন শিল্পে তার অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে। শ্রীদেবী ২০১৮ সালের ২৪ শে ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটাবের পানিতে পড়ে দম আটকে মারা যান। বিশেষজ্ঞদের মতে, এটি ছিল একটি দুর্ঘটনা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status