প্রথম পাতা

স্কুল থেকে মেয়েকে নিয়ে ফেরা হলো না আফছারের

স্টাফ রিপোর্টার

২৬ আগস্ট ২০১৯, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

বাবার মোটরসাইকেলের পেছনে বসে আর স্কুল থেকে বাসায় ফেরা হবে না সামিয়ার। অপেক্ষায় থাকাও হবে না বাবা আসবেন। ঘাতক প্রাইভেটকারের ধাক্কায় চিরবিদায় নিয়েছেন সামিয়ার বাবা আফছার উদ্দীন (৫৮)। গতকাল দুপুরে রাজধানীর নীলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে মেয়ে সামিয়াকে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুলের উদ্দেশ্যে রওনা হন  আফছার উদ্দীন। নীলক্ষেত এলাকায় এসে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এসময় সড়কেই ছিটকে পড়েন আফছার। পথচারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই রফিক উদ্দিন জানান, আফছার মেয়ে সামিয়াকে স্কুল থেকে আনতে বাসা থেকে বের হন।

সামিয়া ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী। পরে খবর পাই ভাই (আফছার) মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। আফছারকে উদ্ধারকারী ঢাবি শিক্ষার্থী রাজিদুল জানান, দুপুরে নীলক্ষেত মোড়ে একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হওয়ার সময় একটি প্রাইভেটকার আফছারের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এ সময় আফছার প্রাইভেটকারের সঙ্গে আটকে গেলে তাকে কিছুদূর ছেঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকারটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান রাজিদুল। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আফছার ৯৮ বংশাল মকিম বাজারের মৃত হাজী আফতাব উদ্দিনের ছেলে। ২ মেয়ের বাবা আফছার বংশালে মোটরসাইকেলের হেলমেটের ব্যবসায়ী ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status