বাংলারজমিন

বনের একটি পাতাও ছেঁড়া যাবে না: বনমন্ত্রী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

২৫ আগস্ট ২০১৯, রবিবার, ৯:০০ পূর্বাহ্ন

বনের একটি গাছের পাতাও ছেঁড়া যাবে না জানিয়ে পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, বন্যপ্রাণী প্রাণী ও বনাঞ্চল রক্ষায় গাছ চুরি প্রতিরোধে প্রয়োজনে জিরো টলারেন্সের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার বিকালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্য প্রাণী রক্ষায় বনে খাদ্য উপযোগী ফলদ গাছ লাগানোর আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বনের গাছ চুরিতে বনকর্মী ও পাহারাদার জড়িত থাকলে তদন্তক্রমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমপ্রতি বনকর্মীদের আটকে গাছ চুরির ঘটনার তদন্ত রিপোর্ট এক সাপ্তাহের মধ্যে জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামগুলোর মানুষজনের হাত থেকে বনকে রক্ষায় গ্রামবাসীদের সরিয়ে আলাদা আবাসন তৈরি করার বিষয়ে পরিকল্পনা রয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় বন, পরিবেশ ও জলবায়ু  মন্ত্রী মো. শাহাব উদ্দীন লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করেন। পরে তিনি আধা ঘণ্টার একটি একটি ট্রেইলে (পাহাড়ি পথে) সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক   নেতৃবৃন্দের সাথে নিয়ে হাঁটেন। পরে তিনি বনে কিছু বন্যপ্রাণী অবমুক্ত করেন। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের আয়োজনে অবমুক্ত করা প্রাণীগুলোর মাঝে ছিল ২টি অজগর সাপ, ১২টি অজগরের বাচ্চা, ২টি লজ্জাবতী বানর, ১টি মেছো বাঘ, ১টি হিমালয়ান পামসিভিট, ১টি খয়েরী ফণি মনসা, ১ টি সবুজ বোড়াল, ২টি কালেম পাখি, ২টি সরালি হাঁস. ১টি সঙ্খিনী সাপ। এ সময় তিনি ১টি বট বৃক্ষ ও বেশ কিছু ফলদ ও ঔষধী গাছের চারা রোপণ করেন। এরপর লাউযাছড়া বন বিশ্রামাগারের সন্নিকটে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী মো. শাহাব উদ্দীন। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও লাউয়াছড়া ট্যুর গাইড এসোসিয়েশন ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মনজুর আহমদ আজাদ মান্নার সঞ্চালনায় মতবিনিময় সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মলগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, শ্রীমঙ্গল থানার ওসি সালেক আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবসহ রাজনৈতিক নেতৃবৃন্দও বন বিভাগীয় কর্মকতারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status