বাংলারজমিন

জাবিতে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ৩ দফা দাবি

জাবি প্রতিনিধি

২৫ আগস্ট ২০১৯, রবিবার, ৯:০০ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম ধাপে ছেলেদের ৩টি হলের জন্য  নির্ধারিত স্থানকে অপরিকল্পিত আখ্যা দিয়ে স্থান পুনর্নির্ধারণসহ প্রশাসনের কাছে তিন দফা দাবি দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমনরুমে এক সংবাদ সম্মেলনে এই দাবিসমূহ পেশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু। লিখিত বক্তব্যে দাবি করা হয়, ‘রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশের তিনটা হল স্থানান্তর করে নতুন জায়গায় দ্রুত নির্মাণ কাজ শুরু করতে হবে। মেগা প্রজেক্টের টাকার দুর্নীতির ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করা এবং টেন্ডারের শিডিউল ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে নির্মাণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তৃতীয় দফায় বলা হয়, কাজ স্থগিত রেখে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মাস্টারপ্ল্যান পুনর্বিন্যাস করে কাজ শুরু করতে হবে।
সেই সঙ্গে দাবি আদায়ে তিনদিনের টানা কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলকারীরা। কর্মসূচিগুলো হলো- রোববার দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল। সোমবার দিনব্যাপী গণসংযোগ, গণস্বাক্ষর সংগ্রহ এবং সন্ধ্যায় ট্রান্সপোর্ট চত্বরে উন্মুক্ত আলোচনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মশাল মিছিল। সম্মেলন শেষে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীকে আন্দোলন শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status