খেলা

ধনাঞ্জয়া ১০৯, শ্রীলঙ্কা ২৪৪

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৩:০৯ পূর্বাহ্ন

ব্যাটিং অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে প্রথম দুই দিনে ৭০ ওভারের মতো খেলা হয়। গতকাল হয়েছিল মাত্র ২৯.৩ ওভার। ৬ উইকেটে ১৪৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে কিউইরা। আউট হয়ে ফিরে গেছেন জিত রাভাল (০), অধিনায়ক কেন উইলিয়ামসন (২০) ও রস টেইলর (২৩)। উইকেট তিনটি ভাগাভাগি করেছেন দিলরুয়ান পেরেরা, লাহিরু কুমারা ও লাসিথ এম্বুলদেনিয়া। টম ল্যাথাম ৪১ রানে ক্রিজে আছেন।

১৩০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। আজ তৃতীয় দিনে লেজের ব্যাটসম্যানদের নিয়ে স্কোর বোর্ডে আরো ১০০ রান যোগ করেন ধনাঞ্জয়া ডি সিলভা। ১৪৪ বলে ১০৯ রান করে আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। যাতে ছিল ১৬ বাউন্ডারি ও ২টি ছক্কার মার। এটি ধনাঞ্জয়ার পঞ্চম টেস্ট শতক। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৪টি, ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট লাভ করেন।

দুই ম্যাচ সিরিজে প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। গলে প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল দিমুথ করুণারত্নের দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status