বিনোদন

শুরু হচ্ছে ‘পালসার স্টান্টম্যানিয়া’ রিয়্যালিটি শো

স্টাফ রিপোর্টার

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ১১:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশে প্রথমবারের মতো জনপ্রিয় স্টান্ট বাইকিং রিয়্যালিটি শো ‘পালসার স্টান্টম্যানিয়া শুরু হচ্ছে।  বাজাজ  মোটর সাইকেল এবং উত্তরা মোটরস লি.-এর যৌথ উদ্যোগে আজ থেকে প্রতি শুক্রবার রাত ১১:১৫ মিনিটে  টিভি চ্যানেল এনটিভিতে দেশের প্রথম এবং একমাত্র স্টান্ট বাইকিং রিয়্যালিটি শোটি প্রচারিত হবে। পালসার স্টান্টম্যানিয়া সর্বপ্রথম ২০০৯ সালে ভারতে যাত্রা শুরু করে। এটি স্টান্টপ্রেমী ও মোটরসাইকেল কমিউনিটির মধ্যে বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান। সম্প্রতি কলম্বিয়াতেও এই শো অনুষ্ঠিত হয়েছে।  উত্তরা মোটরস লি. এর হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান বলেন, বাইক স্টান্টিং মূলত একটি খেলা। অন্যান্য খেলার মতোই, এটারও নির্দিষ্ট কিছু নিয়ম আছে। যথাযথ প্রশিক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করা হলে বাইক স্টান্ট বেশ উপভোগ্য হয়ে উঠতে পারে। ক্রিকেট অথবা অন্যান্য খেলার মতোই বাইক স্টান্টেও উপযুক্ত হেলমেট, গ্লাভস, নী গার্ড, এলবো গার্ড, রাইডিন জ্যাকেট, বুট এবং পোশাক ইত্যাদি নিরাপত্তা উপকরণ ব্যবহার করা হয়ে থাকে । বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অবস্থিত বেঙ্গল ইন হোটেলে আনুষ্ঠানিকভাবে শো উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (বাম থেকে) বাজাজ অটো লি.-এর দক্ষিণ এশিয়া ও মধ্য প্রাচ্যের রিজিওনাল মার্কেটিং ম্যানেজার শচীন দেশপান্ডে; উত্তরা মোটরস লি.-এর বাজাজ ডিভিশনের সিইও দিলীপ ব্যানার্জি; উত্তরা মোটরস লি.-এর হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান এবং রিয়্যালিটি শো-এর পরিচালক (এনটিভি) ওয়াহিদুল ইসলাম শুভ্র। 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status