শেষের পাতা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী  বাস ও নৈশকোচের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও  পঞ্চগড় মহাসড়কে সালান্দর মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতদের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া রাজু পরিবহন যাত্রীবাহী বাসটি সালান্দর মণ্ডলপাড়া এলাকায় যাত্রী নামানোর সময় পেছন দিক থেকে আসা নৈশ্য কোচ সোনার বাংলা পরিবহনটি জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেয়ার পথে ১ জন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া মহল্লার বাস ড্রাইভার বাবুল হোসেন (৪০), পঞ্চগড়ের সদর উপজেলার চাকলা হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২), ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের আবুল কালাম আজাদ (৬৫) ও মুজিবুর রহমান। আহতদের অনেকের বাড়ি ঠাকুরগাঁও সদর ও পঞ্চগড় সদর উপজেলায়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- জোবায়দুর ওরফে তোজা, খাদেমুল, মিলন, রওশন আরা, দয়াল, জেসমিন, সাকিব, সিরাজুল, মুরাদ, লুৎফর, পদ্ম, পূজা, খাদেমুল, শামীমা, মিনহাজ, তাজরীন, হালিমা, আবুল কালাম আজাদ, সাজনীন, তাপস, জুনায়েত, মহসেনা, পপি, মাসুদা, উজ্জল, মিলন, ফজলুল, সজল, সুজনসহ ৩০ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status