খেলা

‘করুণারত্নে অন্যরকম অধিনায়ক’

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ৮:৪৫ পূর্বাহ্ন

তিন বছরে পঞ্চম টেস্ট অধিনায়ক হিসেবে গত ফেব্রুয়ারিতে দিমথু করুণারত্নে নেন শ্রীলঙ্কার দায়িত্ব। পাল্টে যায় দল। প্রথম এশিয়ান দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতে শ্রীলঙ্কা। এই ওপেনারের নেতৃত্বে তিন টেস্টের সবগুলোই জিতেছে লঙ্কানরা। সবশেষ নিজ মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায় শ্রীলঙ্কা। কলেম্বায় সে টেস্টে করুণারত্নে হাঁকান ম্যাচজয়ী সেঞ্চুরি। আর ইতিমধ্যে সতীর্থদের কাছে ‘মুক্তমনা অধিনায়ক’ আখ্যা পাচ্ছেন করুণারত্নে। ড্রেসিংরুমে কারও ওপর কর্তৃত্ব দেখান না শ্রীলঙ্কার অধিনায়ক। মাঠেও খেলোয়াড়দের দেন নিজেদের মতো করে খেলার স্বাধীনতা। সমালোচনা এলে সেটাকে দেখেন ইতিবাচকভাবে। সব মিলিয়ে করুণারত্নের মানসিকতা সতীর্থদের কাছে প্রশংসিত হয়েছে। বিশ্বকাপে করুণারত্নেকে ‘একজন ভাইয়ের মতো’ বলেন থিসারা পেরেরা। ভারপ্রাপ্ত কোচ রুমেশ রত্নায়েকেও ড্রেসিংরুমে তার অধিনায়কের শান্ত স্বভাবের প্রশংসা করেছেন।
এবার মুগ্ধতার কথা জানালেন দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ে করুণারত্নের ডেপুটি হিসেবে থাকা নিরোশান ডিকওয়েলা। তার মতে, নতুন অধিনায়কের অনন্য কিছু গুণ দলের চেহারা পাল্টে দিয়েছে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডিকওয়েলা বলেন, ‘দিমুথ (করুণারত্নে) খুবই অন্য ধরনের একজন অধিনায়ক। তার খেলোয়াড় সামলানোর উপায় অন্য রকম। প্রত্যেক অধিনায়কের নিজস্ব স্টাইল থাকে। আমি দিমুথের সঙ্গে অনেক খেলেছি এবং সে যেটা করে- ম্যাচে শতভাগ দেয়ার জন্য খেলোয়াড়দের স্বাধীনতা দেয়।’ ডিকওয়েলা ব্যাখ্যা করলেন, ‘দিমুথ খেলোয়াড়দের বলে, মাঠে যাও এবং যেটা করতে চাও সেটাই করো, যেটা অনুভব করো সেটাই করে দেখাও। আমরা কোনও ভুল করলে সে আমাদের একপাশে ডেকে বলে এমনটা হয়েই থাকে, পরের বার কি এই ভুল সংশোধন হবে না? সামর্থ্য নিয়ে আপনার মনে সে আত্মবিশ্বাস এনে দিতে পারে।’ করুণারত্নের অধিনায়কত্বে তিন ম্যাচের প্রত্যেকটিতেই জয় দেখেছে শ্রীলঙ্কা। তবে এবার করুণারত্নের সামনে অন্য চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে তারা কলম্বোর পি সারা ওভাল ভেন্যুতে। এই মাঠে শেষ ৭ টেস্টের পাঁচটিতেই হার দেখেছে লঙ্কানরা। গতকাল পি সারা ওভালে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। বৃষ্টিবিঘ্নিত দিনে খেলা হয় মাত্রই ৩৬.৩ ওভার। ৮৫/২ সংগ্রহ নিয়ে দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। ব্যক্তিগত ২ রানে কিউই অফস্পিনার উইলিয়াম সমারভিলের ডেলিভারিতে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে। ব্যক্তিগত ৩২ রানে উইকেট খোয়ান কুসাল মেন্ডিস। তবে ৪৯ রানে অপরাজিত থাকেন অপর ওপেনার করুণারত্নে। নিরোশান ডিকওয়েলা বলেন, এটা বড় চ্যালেঞ্জ। এক ম্যাচ জিতেছি, এখন সিরিজ জেতাটা আমাদের দায়িত্ব। আমাদের আত্মবিশ্বাস আছে তবে খেলায় সঠিক মুহূর্তে সঠিক কাজটিও করতে হবে আমাদের। গল টেস্টে আমরা কিছু ক্যাচ ছেড়েছি। কঠিন হলেও এমন ক্যাচ নিতে পারতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status