খেলা

রোনালদোর দাম ৩০০ মিলিয়ন ইউরো?

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ৮:৪৩ পূর্বাহ্ন

বর্তমান দলবদলের বাজারে ক্রিস্টিয়ানো রোনালদোর দাম কতো হওয়া উচিত? এমন প্রশ্নের জবাব দিলেন রোনালদো নিজেই। পর্তুগিজ টিভিআইকে রোনালদো বলেন, একজন গোলরক্ষকের দাম যদি ৭৫ মিলিয়ন ইউরো হয়, তাহলে গত কয়েক বছরে যা করেছি, তাতে আমার দাম তো তিন বা চার গুণ হওয়া উচিত। তবে এখন আর এসব নিয়ে আগ্রহ নেই।’
২০০৯ সালে দল বদলের বিশ্ব রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে গিয়েছিলেন রোনালদো। গত মৌসুমে জুভেন্টাসের কাছে শর্তসাপেক্ষে ১১৭ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ রোনালদোকে ছেড়ে দিয়েছে। কিন্তু পরিস্থিতি যদি ভিন্ন হতো রোনালদোকে এত সহজে পেত না জুভেন্টাস। পর্তুগিজ টিভিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারেই সেটা পরিষ্কার করে বলেছেন রোনালদো। বর্তমান বাজারে রোনালদোকে নিজের মূল্য জিজ্ঞেস করা হয়েছিল। পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লীগ জয়ী ফুটবলার বলেন, ‘বর্তমানের ফুটবলের ওপর ভিত্তি করে? কাজটা বেশ কঠিন। এখন প্রতিশ্রুতির ওপর অনেক গুরুত্ব দেয়া হয়। ফুটবলই অনেক বদলে গেছে। আমি জোয়াও ফেলিক্সের দলবদলটা এক পাশে রাখতে চাই (এ মৌসুমে ১৯ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার ফেলিক্সকে বেনফিকা থেকে ১২৬ মিলিয়নে দলে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ)। ইদানীং যেকোনো খেলোয়াড়ের দামই ১০০ মিলিয়ন, এমনকি যে কিছুই করেনি। ফুটবলে এখন অনেক অর্থ।’
রোনালদো বলেন, ‘একজন গোলরক্ষক, সেন্টার ব্যাকের দাম এখন ৭০ বা ৮০ মিলিয়ন ইউরো, যা আমি মানতেই পারি না। কিন্তু এমন এক বিশ্বেই আমরা এখন বাস করছি, বাজারটাই এমন এবং সেটাকে সম্মান করতেই হবে। এমন কোনো খেলোয়াড় আছে, যার আমার চেয়ে বেশি রেকর্ড? আমার তো মনে হয় না বেশি রেকর্ড করা কেউ আছে। একজন গোলরক্ষকের দাম যদি ৭৫ মিলিয়ন ইউরো হয়, তাহলে আমি গত কয়েক বছরে যা করেছি, তাতে আমার দাম তো তিন বা চার গুণ হওয়া উচিত। তবে এখন আর এসব নিয়ে আগ্রহ নেই।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status