বাংলারজমিন

পাকুন্দিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ৮:২৯ পূর্বাহ্ন

মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পণ্য রাখার দায়ে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজারের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের এসব পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। গতকাল দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে এসব জরিমানা আদায় করা হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শঙ্কর চন্দ্র পাল, পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মির্জাপুর বাজারের রতন স্টোর, অনিল সাহা স্টোর ও জালাল খান স্টোর। এর মধ্যে নিম্নমানের জুস, চিপস, আচার ও মসলা রাখায় রতন স্টোর ও অনিল সাহা স্টোরকে পাঁচ হাজার টাকা করে এবং মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস্‌, ঘি ও সরিষার তেল রাখার দায়ে জালাল খান স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন বলেন, মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পণ্য রাখার দায়ে ওই তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় জরিমানা এবং মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পণ্য জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status