বাংলারজমিন

চট্টগ্রামে ওয়াসার পানিতে দুর্গন্ধ তদন্তে দুদক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ৮:১০ পূর্বাহ্ন

 চট্টগ্রাম ওয়াসার সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ থাকার অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমপ্রতি চট্টগ্রাম ওয়াসার সরবরাহকৃত পানির মান নিয়ে আপত্তি তুলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর হটলাইন নম্বরে একাধিক অভিযোগ করা হয়। পরে নগরের কয়েকটি এলাকায় সরজমিনে পরিদর্শন করে দুদকের তদন্ত দল।
বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক লুৎফুল কবির চন্দন জানান, নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহকৃত পানিতে দুর্গন্ধযুক্ত ময়লা পানি সরবরাহের অভিযোগের তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন।
ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল নগরের কয়েকটি এলাকা থেকে পানির নমুনাও সংগ্রহ করেছেন। এ বিষয়ে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
নগরের ফিরোজশাহ ও নিউ মনসুরাবাদ এলাকা ওয়াসার সরবরাহকৃত পানির নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের বিষয়ে সত্যতাও পাওয়ায় চট্টগ্রাম ওয়াসাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে জানিয়েছে দুদক। প্রসঙ্গত, গত ৯ই আগস্ট ওয়াসা বোর্ডের ৫২তম সভায় আবাসিকে ১৬১ এবং বাণিজ্যিকে ১৪৫ শতাংশ পানির দাম বাড়ানোর প্রস্তাবের অনুমোদন করে চট্টগ্রাম ওয়াসা বোর্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status